আর্কাইভ থেকে ইউরোপ

দাবানলে বিপর্যস্ত গ্রীস ও স্পেন

ভয়াবহ দাবানলে বিপর্যস্ত হয়ে পড়েছে গ্রীস ও স্পেন। তাপদাহ ও শুষ্ক আবহাওয়ার প্রভাবে গতকাল মঙ্গলবার থেকে আগুন ছড়াতে শুরু করেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, গতকাল মঙ্গলবার গ্রীসের রাজধানী এথেন্সে দ্রুত ছড়িয়ে পড়েছে দাবানল। ৩০ কিলোমিটার বনভূমি পুড়িয়ে লোকালয়ে আগুন ঢুকে গেছে।

তীব্র বাতাসে এথেন্সে পুড়ছে ঘরবাড়ি, গাড়ি, খামারসহ সম্পদ। ধোঁয়ায় ছেয়ে গেছে পুরো রাজধানী। ঝুঁকিতে থাকা বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। আরও কিছু অঞ্চলে দাবানল ছড়ানোর আশঙ্কা রয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কয়েক শ’ কর্মী। আগুন নেভাতে তাদের সাহায্য করছে ৯টি উড়োজাহাজ ও ১২টি হেলিকপ্টার।

২০১৮ সালে এথেন্সের কাছে মাতি শহরে দাবানলে কয়েক ঘণ্টার মধ্যেই মারা যায় ১০২ জন। এ কারণে এবার আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

দেশটির বেসামরিক নিরাপত্তা বিষয়ক মন্ত্রী জানান, বাতাসের তীব্রতায় নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে আগুন। রাজধানী থেকে ৩০ কিলোমিটার দূরে রোদোপোলি গ্রামে আগুনে কয়েকটি বাড়ি পুড়ে গেছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

এদিকে, দাবানলের আগুন ছড়িয়ে পড়েছে স্পেনের কাতালোনিয়াতেও। পুড়েছে চার হাজার একর বনভূমি। এলাকা ছেড়েছে হাজারো বাসিন্দা। সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে। তবে বৃষ্টিপাতে আগুনের তীব্রতা কিছুটা কমেছে। দুই বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়ছে দেশটি।

বিশেষজ্ঞরা বলছে, জলবায়ু পরিবর্তনের প্রভাব দেখতে শুরু করেছে বিশ্ববাসী।

অন্যদিকে, ইতালিতে দাবানলের তীব্রতা বাড়ায় অগ্নিনির্বাপক বিমান পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন