আর্কাইভ থেকে দেশজুড়ে

ফুলবাড়ীতে ৩৩৩ নম্বরে ফোন দিলে পৌঁছে যাচ্ছে খাদ্য সহায়তা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে চলমান কঠোর বিধিনিষেধে খাদ্য সংকটে পড়া অসহায় শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসেবে খাদ্য সহায়তা কার্যক্রম চলমান বেখেছেন উপজেলা নির্বাহী অফিসার। ৩৩৩ হটলাইনে ফোন দিলেই মিলবে খাদ্য সহায়তা।

কঠোর লকডাউনের মধ্যে কেউ খাবার সংকটে পড়লে বাহিরে বের না হয়ে ৩৩৩ হটলাইনে ফোন দেয়ার আহবান জানান নির্বাহী অফিসার সুমন দাস।

উপজেলা কার্যালয়ে বুধবার সকালে ৩৩৩ হটলাইনের ফোন দেয়া ১০ জন গরীব অসহায়দের মাঝে খাদ্য সহায়তা তুলে দেন ইউএনও সুমন দাস। ৩৩৩ এ ফোন করে আজ ১০ জনসহ মোট শতাধিক ব্যক্তিকে খাদ্যসহায়তা দেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমন দাস জানান, আমরা প্রতিটি ইউনিয়নে লকডাউনে খাদ্য সংকটে পড়া অসহায়দের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসাবে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান রেখেছি। এছাড়াও যারা ৩৩৩ হটলাইনে ফোন দিচ্ছেন তাদেরকেও সহায়তা করা হচ্ছে ও প্রশাসনের পক্ষ থেকে অনেকের বাড়ী বাড়ী গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন