আর্কাইভ থেকে শিল্প

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে রোড শোর দ্বিতীয় আয়োজন ওয়াশিংটনে

নিউইয়র্কে শুরু হয়েছে ৭ দিনব্যাপী ‘দ্যা রাইজ অব বেঙ্গল টাইগার: পটেনশিয়াল অব বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক রোড শো। গেলো সোমবার (২৬ জুলাই) থেকে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আয়োজনটির উদ্বোধন হয়।

বিদেশি ও প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করতে এ রোড শোর আয়োজন করা হয়েছে। দেশে বিনিয়োগের নানা সুবিধা কথা জানানোই আয়োজনটির প্রধান উদ্দেশ্য।

বর্তমানে অর্থনৈতিক উন্নতিতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত ও পাকিস্তানকে টপকে বাংলাদেশ সামনে এগিয়ে যাচ্ছে বলে আয়োজনে মত দেন বক্তারা।

এছাড়া দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল অবস্থায় রয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানে ট্রেড ইউনিয়ন চালু রয়েছে, যা বিদেশিদের বিনিয়োগের পথকে সুদৃঢ় করেছে।

সেখানে জানানো হয়, বিভিন্ন সেক্টরে বিনিয়োগকারীরা ১০ বছরের জন্যে ট্যাক্স মওকুফের সুবিধা পাচ্ছেন। বিদেশি এবং প্রবাসী বিনিয়োগকারীদের জন্যে উইন-উইন সিচ্যুয়েশন বিরাজ করছে বাংলাদেশে।

এদিকে বিএসইসি জানিয়েছে, বুধবার (২৮ জুলাই) বাংলাদেশ সময় রাতে ওয়াশিংটনে অনুষ্ঠিত হবে রোড শোর দ্বিতীয় আয়োজন। এরপর ৩০ জুলাই লস অ্যাঞ্জেলেস ও ২ আগস্ট সিলিকন ভ্যালিতে রোড শো অনুষ্ঠিত হবে।

বিএসইসি আয়োজিত রোড শো আয়োজনে সহায়তা করছে নগদ। এছাড়া আয়োজনে সহায়তাকারী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে ইস্টার্ন ব্যাংক ও ওয়ালটন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ-বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম, অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আব্দুর রউফ তালুকদার, নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা, বাণিজ্য সচিব তপনকান্তি ঘোষ, বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও আরটিভি অনলাইনের প্রধান সম্পাদক সৈয়দ আশিক রহমান, ওয়ালটনের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার গোলাম মোর্শেদ, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. মাহবুবুল আলম, ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপক শাকিল রিজভী, জাতীয় রাজস্ব বোর্ডের কমিশনার মো. মতিউর রহমান, এনআরবি ব্যাংকের চেয়ারম্যান আফতাবুর রহমান, বাংলাদেশ বিডার নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম, বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল নজরুল ইসলামসহ অনেকে।

এ সম্পর্কিত আরও পড়ুন