Bayanno Tv
বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১, ২ বৈশাখ ১৪২৮
×

ঢাকা-সিলেট মহাসড়কে দূর্ঘটনা, আহত ২০

  বায়ান্ন ডেস্ক    ০৭ মার্চ ২০২১, ১৯:৫৩

ফাইল ছবি

ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মডেল বাজার নামক স্থানে সড়ক দূর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। 

আজ রোববার (৭ মার্চ) বিকেলে এই সড়ক দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট, মৌলভীবাজার ও নবীগঞ্জ হাসপাতালে প্রেরণ করেছেন।

হাইওয়ের সাব-ইন্সেপেক্টর মো. সফিকুল ইসলাম জানান, প্রাইভেট কারটি ঢাকা থেকে সিলেট আসার পথে মডেল বাজার নামক স্থানে সিলেট থেকে কুমিল্লা যাওয়ার পথে কুমিল্লা ট্রান্সপোর্ট বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে  প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি নিয়ন্ত্রন হারিয়ে পড়ে যায়। 

তিনি আরও জানান, ঘটনার খবর পেয়ে হাইওয়ের থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। দুর্ঘটনা কবলিত গাড়ি ২টি কে উদ্ধার করে হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়। এ ঘটনায় আহত ২০ জনের মধ্যে ১ জনের পরিচয় পাওয়া গিয়েছে বলেও জানিয়েছে হাইওয়ে পুলিশ।

শেখ সোহান

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ সৈয়দ আশিক রহমান
বেঙ্গল টেলিভিশন লিমিটেড

৪৩৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।