Bayanno Tv
বুধবার, ১৬ জুন ২০২১, ২ আষাঢ় ১৪২৮
×

মাঝারি বৃষ্টিতেই তলিয়ে গেল চট্টগ্রাম

  বায়ান্ন ডেস্ক    ১৪ মে ২০২১, ১৫:২১

চট্টগ্রাম

মাঝারি বৃষ্টিপাতেই তলিয়ে গেল চট্টগ্রাম নগরী। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২৭ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আজ সকাল ১০টা থেকে বৃষ্টি শুরু হয়। প্রায় টানা দেড় ঘণ্টা ধরে বৃষ্টি হয়েছে। এতেই চট্টগ্রামের চকবাজার, আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা, বহদ্দারহাট, খাতুনগঞ্জসহ বিভিন্ন নিম্নাঞ্চলের সড়ককে ও বাসা-বাড়িতে জলাবদ্ধতার সৃষ্টি হয়।

জলাবদ্ধতার কারণে পানিবন্দি ঈদ উদযাপন করেছেন নগরবাসী। এছাড়া বাড়তি ভাড়া দিয়ে ঈদের দিন চলাচল করতে হয় সাধারণ মানুষকে। অবশ্য বৃষ্টি থামার সাথে সাথে পানি কমতে শুরু করে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ উজ্জ্বল কান্তি পাল জানান, সন্ধ্যার দিকে আবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া মধ্যরাতেও মাঝারি বৃষ্টি হতে পারে।

মুনিয়া

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ সৈয়দ আশিক রহমান
বেঙ্গল টেলিভিশন লিমিটেড

৪৩৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।