Bayanno Tv
সোমবার, ২১ জুন ২০২১, ৭ আষাঢ় ১৪২৮
×

আরও সাতদিনের লকডাউনে সাতক্ষীরা

  বায়ান্ন ডেস্ক    ১০ জুন ২০২১, ১৬:০৬

বায়ান্ন

করোনাভাইরাসের সংক্রমণ উর্দ্ধমূখী হতে থাকায় সাতক্ষীরায় চলমান লকডাউনের সময়সীমা আরও সাতদিন বাড়ানো হয়েছে। জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 
আজ বৃহস্পতিবার (১০ জুন) বেলা আড়াইটার দিকে এ তথ্য জানান জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।

এর আগে গত ৩ জুন জেলা করোনা প্রতিরোধ কমিটির সভার সিদ্ধান্তে ৫ জুন (শনিবার) থেকে জেলায় সাতদিনের লকডাউন শুরু হয়। তবে করোনা সংক্রমণের উর্ধ্বগতি থাকায় জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে লকডাউনের মেয়াদ বাড়ানোর জন্য সুপারিশ করেন জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মো. হুসাইন সাফায়াত।

সাতক্ষীরার জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল জানান, জেলায় করোনা সংক্রমণ বাড়ছে। ফলে চলমান লকডাউনের সময়সীমা সাতদিন বাড়ানো হয়েছে। আগামী ১৭ জুন রাত ১২টা পর্যন্ত এ লকডাউন কার্যকর থাকবে।

শুভ মাহফুজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ সৈয়দ আশিক রহমান
বেঙ্গল টেলিভিশন লিমিটেড

৪৩৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।