Bayanno Tv
সোমবার, ১৪ জুন ২০২১, ৩১ জ্যৈষ্ঠ ১৪২৮
×

ঢাকা মেডিকেলের ২৩ দালালকে এক মাস করে কারাদণ্ড

  বায়ান্ন ডেস্ক    ১০ জুন ২০২১, ১৯:৫২

দালাল চক্র
দন্ডিত ঢাকা মেডিকেলের দালাল চক্র

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের ২৩ জনকে আটক করে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।  

বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু এ অভিযান পরিচালনা করেন। র‌্যাব-৩ এর সহযোগিতায় এই অভিযান চালানো হয়।

র‌্যাব জানায়, দণ্ডিতরা দেশের বিভিন্ন এলাকা থেকে ঢাকা মেডিকেলে চিকিৎসা করাতে আসা নিরীহ মানুষদের নানা প্রলোভন দেখিয়ে আশপাশের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে যেতো। বিনিময়ে তারা সেসব হাসপাতাল থেকে কমিশন পেতো। সম্প্রতি তাদের উৎপাত বেড়ে যায়।

র‌্যাব কর্মকরতারা জানিয়েছেন, হাসপাতালগুলোতে দালালদের উপদ্রব বন্ধে এমন অভিযান চলতে থাকবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ সৈয়দ আশিক রহমান
বেঙ্গল টেলিভিশন লিমিটেড

৪৩৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।