Bayanno Tv
বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১, ৮ আশ্বিন ১৪২৮
×

ফরিদপুরে ২৪ ঘন্টায় আরও ১৯ জনের মৃত্যু, শনাক্ত ১৯৭

  বায়ান্ন ডেস্ক    ২০ জুলাই ২০২১, ১৩:৫৬

ফাইল ছবি

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়ে ৮, উপসর্গে ১০ এবং নেগেটিভ হওয়ার পর একজনসহ ১৯ জন মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ৩২৬ জন।

একই সময়ে নতুন করে ৪৩৫ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ১৯৭ জনের। জেলায় করোনা শনাক্তের সংখ্যা ১৬ হাজার ১৯৯ জনে দাঁড়াল। শনাক্তের হার ৪৫ দশমিক ২৯।

মঙ্গলবার (২০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সিভিল সার্জনের কার্যালয় সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।

ফরিদপুরে নতুন করে যে ১৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে তার মধ্যে আলফাডাঙ্গায় ১, ভাঙ্গায় ৩, বোয়ালমারীতে ৯, নগরকান্দায় ৭, মধুখালীতে ২০, সদরপুরে ৪, চরভদ্রাসনে ১৯, সালথায় ২ এবং ফরিদপুর সদরে ১৩১ জন।

এ ছাড়া জেলা ও উপজেলার বিভিন্ন হাসপাতালে ৭১ জনের র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ২০ জনের। এ ক্ষেত্রে শনাক্তের হার ২৮ দশমিক ১৬।

ফরিদপুর ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান জানান করোনা ডেডিকেটেড হাসপাতালে মঙ্গলবার পর্যন্ত চিকিৎসাধীন রোগী রয়েছেন ৩২৬ জন। গত ২৪ ঘণ্টায় ৩৪ জন সুস্থ হয়েছেন ৭০ জন। এ পর্যন্ত এ হাসপাতালে করোনা শনাক্ত হয়ে মারা গেছেন ৩২৬ জন।

মুক্তা মাহমুদ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ সৈয়দ আশিক রহমান
বেঙ্গল টেলিভিশন লিমিটেড

৪৩৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
শিরোনাম