Bayanno Tv
বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১, ৮ আশ্বিন ১৪২৮
×

নিম্নচাপের প্রভাবে বরিশালে থেমে থেমে বৃষ্টি, হতে পারে জলোচ্ছ্বাস

  বরিশাল সংবাদদাতা ১৪ সেপ্টেম্বর ২০২১, ১৬:২৬

নিম্নচাপের প্রভাবে বরিশালে থেমে থেমে বৃষ্টি, হতে পারে জলোচ্ছ্বাস

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে বরিশাল তথা গোটা দক্ষিণাঞ্চলে সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কখনও গুঁড়ি গুঁড়ি, আবার কখনও মুষলধারে বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়া বইছে।

এছাড়াও আগামী ২৪ ঘন্টার মধ্যে এ অঞ্চলে স্থানীয় নদীবন্দরে স্বাভাবিক জোয়ারের চেয়ে ২ থেকে ৩ ফুট উচ্চতায় অধিকতর জলোচ্ছ্বাস হতে পারে।

এসময় স্থানীয় নদীবন্দরের পুনঃ  ২ নম্বর ও উপকূলীয় সমুদ্রবন্দরের ৩ নম্বর সর্তক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর)  বিকেলে এসব বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক মোঃ মাসুদ রানা রুবেল।

বরিশাল আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে দক্ষিণাঞ্চলে গত ২৪ ঘন্টায় ২১ দশমিক ২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

আগামী ২৪ ঘন্টার মধ্যে এ অঞ্চলে স্থানীয় নদীবন্দরে স্বাভাবিক জোয়ারের চেয়ে ২ থেকে ৩ ফুট উচ্চতায় অধিকতর জলোচ্ছ্বাস হতে পারে। এতে নিম্নাঞ্চল আরো প্লাবিত হতে পারে। এসময় বাতাসের ৫৫/৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।

আরও জানা গেছে, বাংলাদেশের উপকূলীয়এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।পাশাপাশি স্থানীয় নদীবন্দরে পুনঃ ২ নম্বর ও  পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এতে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ নাদেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

মুনিয়া

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ সৈয়দ আশিক রহমান
বেঙ্গল টেলিভিশন লিমিটেড

৪৩৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
শিরোনাম