Bayanno Tv
মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১, ৬ আশ্বিন ১৪২৮
×

মনের বাসনার সঙ্গে বাস্তব মিলছে না দীপিকার

  বায়ান্ন ডেস্ক    ২৯ জুন ২০২১, ১৮:৪৩

সংগৃহীত

২০২০ সালে শেষ ‘ছপক’ সিনেমার পর দেড় বছর ধরে পর্দায় দেখা যায়নি অভিনয়ে দেখা যায়নি দীপিকা পাড়ুকোন। তবে নেটমাধ্যমে বিভিন্ন ছবি ও পোস্টের মাধ্যমে অনুরাগীদের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছিলেন ‘মাস্তানি’ অভিনেত্রী। 

তবে বিরতি পড়েছিল তাতেও। গত এপ্রিল মাসে ইনস্টাগ্রামে শেষ নিজের ছবি দিয়েছিলেন দীপিকা। প্রায় দু’মাসেরও বেশি সময় পরে ফের নেটাগরিকরা দেখা পেলেন অভিনেত্রীর। গত মে মাসে মানসিক স্বাস্থ্য নিয়ে পরামর্শের জন্য শুরু হেল্প লাইন নম্বর দিয়েছিলেন তিনি।

আবার সোমবার (২৮ জুন) ইনস্টাগ্রামে নিজের দুটি ছবি দিয়েছেন বলিউড অভিনেত্রী। সেখানে মজার ছলে মনের বাসনার সাথে বাস্তবের অমিল তুলে ধরেছেন তিনি। তার ক্যাপশনে লিখেছেন, ‘এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটি’।

প্রথম ছবিতে দেখা যাচ্ছে, যোগব্যায়াম করার মাদুরের উপর আসন করছেন দীপিকা। অর্থাৎ এভাবেই শরীরচর্চা করতে ইচ্ছুক তিনি। কিন্তু বাস্তবে তিনি করছেন, তা পরের ছবি দেখেই স্পষ্ট হয়ে যায়। সেখানে দেখা যাচ্ছে, চিত হয়ে বালিশে মাথা রেখে মনের সুখে ঘুমোচ্ছেন অভিনেত্রী।

দীপিকার এই রসিকতা দেখে হাসি সামলাতে পারেননি অনুরাগীরাও। অনেকেই আবার নিজের সাথে মিল খুঁজে পেয়েছেন অভিনেত্রীর।

গত মে মাসের শুরুতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল পাড়ুকোন পরিবার। শোনা যায়, মা, বাবা ও বোনের সাথে অসুস্থ হয়েছিলেন দীপিকাও। এ বিষয়ে যদিও নিশ্চুপ ছিলেন অভিনেত্রী। পরিবার সেরে ওঠার পর স্বামী রণবীর সিংয়ের সাথে মুম্বাইতে ফিরে আসেন তিনি। 

এস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ সৈয়দ আশিক রহমান
বেঙ্গল টেলিভিশন লিমিটেড

৪৩৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।