Connect with us

বলিউড

স্বামী-স্ত্রী একসঙ্গে অন্তঃসত্ত্বা!

Published

on

ছবির পোস্টারটি সামনে আসতেই চমকে উঠেছে দর্শক। নিজের অন্তঃসত্ত্বা অবস্থা আড়াল করে বসে আছেন রীতেশ দেশমুখ! নায়ক অন্তঃসত্ত্বা? সে কী! তারপর? স্বাভাবিক ভাবেই কৌতূহল বাড়িয়েছিল শাদ আলি পরিচালিত নতুন ছবি ‘মিস্টার মাম্মি’-র ঘোষণা। এরপর প্রচার ঝলক এল যথাসময়ে। গল্পটা কী? ১৯৯৪ সালের হলিউড ছবি জুনিয়রের মতো কিছু? একেবারেই নয়। জানা গেল ভিডিও’র ঝলকে।

সেখানে দেখা যাচ্ছে, চিকিৎসকের কাছে ছুটছেন রীতেশ। চিকিৎসকের ভূমিকায় মহেশ মঞ্জরেকর। তাকে রীতেশ জানাচ্ছেন, স্ত্রী জেনেলিয়া ডিসুজা আর তিনি একই রকম অসুস্থ। রোগের লক্ষণ দু’জনেরই একই। মহেশ বোঝেন, রীতেশের গর্ভে সন্তান এসেছে। সে কথা তাকে বলতে চোখ ছানাবড়া রীতেশের। জেনেলিয়া আর তিনি একই সঙ্গে সন্তানধারণ করবেন? কীভাবে সন্তানের জন্ম দেবেন তিনি? কী করে হল এমন উলটপুরাণ! জানতে হলে অপেক্ষা করতে হবে ছবি মুক্তির জন্য।

ভিডিও দেখেই বোঝা যাচ্ছে, এটি একটি হাস্যরসাত্মক কমেডি মুভি। বহু দিন পর রীতেশ আর জেনেলিয়াকে পর্দায় একসঙ্গে কাজ করতে দেখে উচ্ছ্বসিত তাদের অনুরাগীরাও। আগামী ১১ নভেম্বর মুক্তি পাচ্ছে ‘মিস্টার মাম্মি’। অন্য দিকে রীতেশের নিজের পরিচালনায় মরাঠি ছবি ‘বেদ’ মুক্তি পাবে চলতি বছর ৩০ ডিসেম্বর।

 

View this post on Instagram

 

A post shared by Riteish Deshmukh (@riteishd)

Advertisement

Advertisement
মন্তব্য করতে ক্লিক রুন

মন্তব্য করতে লগিন করুন লগিন

রিপ্লাই দিন

বলিউড

দ্বিতীয় বিয়ে বার্ষিকীতে যেভাবে স্বামীকে শুভেচ্ছা জানালেন আলিয়া

Avatar of author

Published

on

দাম্পত্যের দুই বছর পার করলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। চলতি বছর বৈশাখীর দিনেই বিয়ের দ্বিতীয় জন্মদিন পালন করছেন কাপুরদম্পতি। শাশুড়ি নীতু কাপুর থেকে আলিয়ার মা সোনি রাজদান, দুজনেই সন্তানদের প্রতি ভালোবাসা, আশীর্বাদ উজার করে দিয়েছেন। তবে এদিন আলিয়া নিজের প্রোফাইল থেকে যে ছবি শেয়ার করলেন, তা দেখে অনুরাগীদের শুভেচ্ছার জোয়ার।

২০২২ সালের ১৪ এপ্রিল, এই দিনেই সাত পাকে বাঁধা পড়েছিলেন রণবীর-আলিয়া। আর এই দুটো বছর যে তারকাদম্পতির জীবনে বেশ রোমাঞ্চকর কেটেছে। বিয়ের মাসখানেকের মধ্যেই ফুটফুটে কন্যা সন্তান এসেছে তাঁদের কোলে। স্বামী-স্ত্রী হওয়ার পাশাপাশি এখন তারা খুদে রাহার মা-বাবার দায়িত্ব পালনে ব্যস্ত। অন্যদিকে তারকাদম্পতির ঝুলিতেও একগুচ্ছ কাজ। এককথায়, রণবীর-আলিয়া বর্তমানে বিটাউনের ‘পাওয়ার কাপল’। তাই বিয়ের দ্বিতীয় জন্মদিনে যেভাবে স্বামী রণবীরকে ‘আদরবাসা’ জানালেন কাপুর-বধূ আলিয়া, সেটা বর্তমানে নেটপাড়ার চর্চায়।

সোশ্যাল মিডিয়ায় নিজের নামে প্রোফাইল খোলেননি রণবীর কাপুর। তাই যা সুসংবাদ কিংবা শুভেচ্ছা দেয়া বা সিনেমার প্রচার, সবটাই আলিয়া তার প্রোফাইল থেকেই করেন। এবার দ্বিতীয় বিবাহবার্ষিকীতেও রণবীরের সঙ্গে মিষ্টি ছবি শেয়ার করে শুভেচ্ছা জানালেন। লিখলেন, দ্বিতীয় বিবাহবার্ষিকীর শুভেচ্ছা মাই লাভ। আজকের মতোই আরও বহু বছর তোমার সঙ্গে কাটব। সেই ছবির সঙ্গে এক বৃদ্ধ দম্পতির অ্যানিম্যাটিক ছবিও জুড়েছেন আলিয়া ভাট। তারকাদম্পতিকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন আয়ুষ্মান খুরানা, করণ জোহর, করিনা ও করিশ্মা কাপুররা।

পুরো পরতিবেদনটি পড়ুন

বলিউড

সালমান খানের বাড়িতে গুলি, দায় স্বীকার করলেন…

Avatar of author

Published

on

পহেলা বৈশাখের ভোরে মুম্বাইয়ের বান্দ্রায় ধুন্ধুমার! রোববার ভোর ৫টা নাগাদ সালমান খানের বান্দ্রার বাংলোর সামনে গোলাগুলি। তাতেই তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। বাইকে করে দুষ্কৃতীরা এসে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় বলিউড সুপারস্টারের বাংলোর সামনে। তারপরই পালিয়ে যায়। তারপর থেকেই আতঙ্ক শুরু হয়েছে। কারণ, মাসখানেক ধরেই সালমান খানকে খোলাখুলি খুনের হুমকি দিচ্ছে বিষ্ণোই গ্যাংস্টার লরেন্স।

এই ঘটনায় নড়েচড়ে বসেছে মুম্বাই পুলিশ। প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। তবে কে বা কারা এই ঘটনার পিছনে রয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছিল পুলিশ। এর মধ্যে বেলা বাড়তেই এল হুমকি চিঠি। গোটা ঘটনার দায় স্বীকার করে নিল বিষ্ণোই গ্যাং। তারা শুধু ঘটনার দায় স্বীকারই করেনি, সামাজিকমাধ্যমে পোস্ট দিয়ে রীতিমতো হুমকি দিয়েছে অভিনেতাকে।

গেলো বছর থেকেই ক্রমাগত প্রাণনাশের হুমকি পাচ্ছেন সালমান খান। লরেন্স বিষ্ণোই এই গ্যাংয়ের মাথা। তিনি এর আগেই সালমানকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছেন। এই মুহূর্তে জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। এবার সমাজমাধ্যমের পাতায় হুমকি পোস্ট দিলেন তার ভাই আনমোল বিষ্ণোই। তিনি লিখেছেন, ‘আমদের উপর হওয়া অত্যাচারের নিষ্পত্তি চাই। যদি তুমি সরাসরি যুদ্ধের ময়দানে নামতে চাও, তা-ই সই। আজ যা হয়েছে, তা শুধুই একটা ঝলক ছিল সালমান খান। যাতে তুমি বুঝতে পারো, আমরা কত দূর যেতে পারি। এটাই ছিল তোমাকে দেয়া শেষ সুযোগ। এর পর গুলিটা তোমার বাড়ির বাইরে চলবে না… দাউদ ও ছোটা শাকিল নামের যে দু’জনকে তুমি ভগবান মানো, সেই নামের দু’টি কুকুর পুষেছি বাড়িতে। বাকি বেশি কথা বলার লোক আমি নই। জয় শ্রীরাম।’

১৯৯৮ সালে কৃষ্ণসার হরিণ শিকারকাণ্ডে সালমানের নাম জড়িয়েছিল। এর ‘বদলা নিতে’ সালমানকে খুনের হুমকি দেয় লরেন্স বিষ্ণোই গোষ্ঠী।

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, দুই বাইক আরোহি এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে। বুলেট গিয়ে লাগে সুপারস্টারের বাড়ির দেওয়ালে। ওই দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তির খোঁজে তদন্তে নেমেছে মুম্বাই পুলিশ।

Advertisement

পহেলা বৈশাখের ভোরে মুম্বাইয়ের বান্দ্রায় ধুন্ধুমার! রোববার ভোর ৫টা নাগাদ সালমান খানের বান্দ্রার বাংলোর সামনে গোলাগুলি। তাতেই তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। বাইকে করে দুষ্কৃতীরা এসে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় বলিউড সুপারস্টারের বাংলোর সামনে। তারপরই পালিয়ে যায়। তারপর থেকেই আতঙ্ক শুরু হয়েছে। কারণ, মাসখানেক ধরেই সালমান খানকে খোলাখুলি খুনের হুমকি দিচ্ছে বিষ্ণোই গ্যাংস্টার লরেন্স।

এই ঘটনায় নড়েচড়ে বসেছে মুম্বাই পুলিশ। প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। তবে কে বা কারা এই ঘটনার পিছনে রয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছিল পুলিশ। এর মধ্যে বেলা বাড়তেই এল হুমকি চিঠি। গোটা ঘটনার দায় স্বীকার করে নিল বিষ্ণোই গ্যাং। তারা শুধু ঘটনার দায় স্বীকারই করেনি, সামাজিকমাধ্যমে পোস্ট দিয়ে রীতিমতো হুমকি দিয়েছে অভিনেতাকে।

গেলো বছর থেকেই ক্রমাগত প্রাণনাশের হুমকি পাচ্ছেন সালমান খান। লরেন্স বিষ্ণোই এই গ্যাংয়ের মাথা। তিনি এর আগেই সালমানকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছেন। এই মুহূর্তে জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। এবার সমাজমাধ্যমের পাতায় হুমকি পোস্ট দিলেন তার ভাই আনমোল বিষ্ণোই। তিনি লিখেছেন, ‘আমদের উপর হওয়া অত্যাচারের নিষ্পত্তি চাই। যদি তুমি সরাসরি যুদ্ধের ময়দানে নামতে চাও, তা-ই সই। আজ যা হয়েছে, তা শুধুই একটা ঝলক ছিল সালমান খান। যাতে তুমি বুঝতে পারো, আমরা কত দূর যেতে পারি। এটাই ছিল তোমাকে দেয়া শেষ সুযোগ। এর পর গুলিটা তোমার বাড়ির বাইরে চলবে না… দাউদ ও ছোটা শাকিল নামের যে দু’জনকে তুমি ভগবান মানো, সেই নামের দু’টি কুকুর পুষেছি বাড়িতে। বাকি বেশি কথা বলার লোক আমি নই। জয় শ্রীরাম।’

১৯৯৮ সালে কৃষ্ণসার হরিণ শিকারকাণ্ডে সালমানের নাম জড়িয়েছিল। এর ‘বদলা নিতে’ সালমানকে খুনের হুমকি দেয় লরেন্স বিষ্ণোই গোষ্ঠী।

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, দুই বাইক আরোহি এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে। বুলেট গিয়ে লাগে সুপারস্টারের বাড়ির দেওয়ালে। ওই দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তির খোঁজে তদন্তে নেমেছে মুম্বাই পুলিশ।

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

বলিউড

বলিউড পাড়ায় ফের সানাই বাজছে!

Avatar of author

Published

on

সংগৃহীত ছবি

নিজের সৌন্দর্য ও অভিনয়ের দক্ষতায় ইতিমধ্যেই দর্শকদের মন জয় করেছেন বলিউড অভিনেত্রী  জাহ্নবী কাপুর। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও বহুবার খবরের শিরোনাম হয়েছেন জাহ্নবী। অনেকের সঙ্গে তার প্রেমের সম্পর্কের গুঞ্জন উঠলেও বরাবরই তা অস্বীকার করেছেন এই অভিনেত্রী।

তবে চর্চিত প্রেমিক শিখর পাহাড়িয়ার সঙ্গে প্রায়শই লেন্সবন্দি হন জাহ্নবী কাপুর। বলিউডে কান পাতলে গুঞ্জন, গত বছরের শেষের দিন থেকে ফের একে অপরকে ডেট করছেন তাঁরা।  কয়েক মাস আগে  শিখর পাহাড়িয়ার বাড়ি থেকে বেরোতে গিয়ে পাপারাৎজ্জির লেন্সবন্দি হন জাহ্নবী কাপুর। এ দিন নিজের গাড়ির ভিতর খুব ক্যাজুয়াল আউটফিটে দেখা মেলে অভিনেত্রীর।যদিও ছবি শিকারিদের দেখে গাড়ির ভিতর থেকে হাত দিয়ে নিজের মুখ ঢেকে নেন জাহ্নবী। সেই ছবি ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ার পাতায়।

তারপরও প্রেমের ব্যাপারে মুখ খোলেননি বলিউড সুপারস্টার শ্রীদেবীর কন্যা। তবে সম্প্রতি একটি ঘটনায় আবারও তাদের প্রেমের সম্পর্ক জোরালো হওয়ার ব্যাপারটি আন্দাজ পাওয়া গেছে।  তাহলে খোলসাই করে বলা যাক।  বর্তমানে  মুহূর্তে ‘ময়দান’ ছবির প্রশংসায় পঞ্চমুখ সিনেমা বিশেষজ্ঞ থেকে সমালোচক, দর্শক মহল।  একটা লম্বা সময় পর ফের কোনো সফল সিনেমা প্রযোজনা করলেন বনি কাপুর।  ছবির প্রিমিয়ারে উপস্থিত ছিলেন মেয়ে জাহ্নবী কাপুর। সেখানেই অভিনেত্রীর গলার হারে চোখ আটকে গেল অনেকের। তার পর থেকেই জোর গুঞ্জন, তবে কি এ বার বিয়ে করতে চলেছেন শ্রীদেবী-কন্যা!

জাহ্নবীর পরনে সাদা ব্লেজার, খোলা চুল, কানে ছোট্ট দুল, গলার হারেই সবটা পরিষ্কার। ‘শিখু’ লেখা একটি হিরের হার গলায় পরেছিলেন জাহ্নবী। গত বছর ‘কফি উইথ কর্ণ’-এর শোতে এসেই মুখ ফস্কে নিজেই জানিয়েছিলেন, প্রেমিক শিখর পাহাড়িয়াকে আদর করে ‘শিখু’ নামে ডাকেন তিনি।

ছবির প্রিমিয়ার অনুষ্ঠানে এ দিন শিখু নামাঙ্কিত হারেই আলোকচিত্রীদের সামনে পোজ দেন অভিনেত্রী জাহৃবি কাপুর।

Advertisement

এক সময় লুকিয়ে প্রেম করলেও চলতি বছরের শুরু থেকে সাহসী হয়ে উঠেছেন জাহ্নবী। এর আগে,তার মনের জগতে আসা যাওয়া করেছে একাধিক অভিনেতা। সম্পর্কে জড়ালেও তা টেকেনি। প্রথম প্রেমের স্মতি অনেকটাই স্কাইডাইভ বা প্রথমবার আকাশ থেকে লাফ দেওয়ার মতো ঘটনা।

প্রথমবারের ঘটনাটি যেভাবে মনে গেঁথে যায়, আর দশবার লাফ দিলেও সেই আগের স্মৃতিটাই বেশি নাড়া দিয়ে যায়।একারণেই হয়তো আবারও ফিরে এসেছেন ফার্স্ট লাভারের কাছে।

গত নভেম্বরে প্রেমের সব গুঞ্জনের অবসান ঘটান জাহৃবী। সোশ্যাল মিডিয়া পোস্টে মন্তব্য চালাচালিতে শিখর পাহাড়িয়ার উদ্দেশে তিনি লিখেছিলেন,জাহৃবী কাপুরের পুরোটাই শিখরের’। ওই মন্তব্য দেখেই তাদের প্রেমের ব্যাপারটিতে নিশ্চিত হয় নেটিজেনরা। আর জাহ্নবী-শিখরের সম্পর্ক যে পরিণতির দিকে এগোচ্ছে, তা সহজেই মিলিয়ে নিচ্ছেন নেটিজেনরা।

তিরুপতির মন্দির দর্শন,ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার দীপাবলির পার্টি-কোথায় নেই তারা? সবখানেই বগলদাবা করে একসঙ্গে হাজির হচ্ছেন জাহৃবী-শিখর। সম্প্রতি ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে বিখ্যাত উজ্জয়ন মহাকালী মন্দিরে পূজা দিয়েছেন একসঙ্গে। সেখানে একই উত্তরীয় দিয়ে স্বাগত জানান পুরোহিত। শুধু তাই নয়, পাশাপাশি বসে প্রার্থনাও করেছেন বহুল চার্চিত এই যুগল।এথেকেই নেটিজেনদের ধারণা খুব শিগগিরই ছাদনা তলায় যাচ্ছেন তারা।

ছবির প্রিমিয়ার অনুষ্ঠানের ওই ঘটনায় নেটপাড়ার গুঞ্জন, এ বার তবে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন জাহ্নবী। যদিও কয়েকদিন আগেই তাদের সম্পর্কের বিষয়টিতে খোদ বনি কাপুরই সিলমোহর দিয়েছেন।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে শিখরের প্রশংসায় বনিক কাপুর বলেন, ‘ও পাশে থাকার ছেলে। দুঃসময়ে গোটা কাপুর পরিবারের পাশে দাঁড়িয়েছে শিখর। কঠিন সময়ে নিজের সাধ্য মতো আমাদের পাশে থেকেছে। তা সে জাহ্নবীর হোক বা আমার, কিংবা অর্জুনের। আমাদের সবার সঙ্গ দিয়েছে। আমরা ভাগ্যবান, ওকে আমাদের জীবনে পেয়েছি।’ তারপরই জাহ্নবীর গলায় ‘‌শিখু’ লেখা হার সম্পর্কের পরিণতির ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন নেটিজেনদের অনেকে।

পুরো পরতিবেদনটি পড়ুন

জাতীয়

জাতীয়15 hours ago

স্থায়ী জামিন চাইবেন ড. মুহাম্মদ ইউনূস

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের হওয়া মামলায় স্থায়ী জামিন চাইবেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ১০টায়...

বাংলাদেশ15 hours ago

সন্যাসী হতে ২০০ কোটি রুপির সম্পত্তি দান করলেন দম্পতি

দুনিয়ার ভোগ-বিলাস ত্যাগ করে সন্যাসী হতে চলেছেন এক দম্পতি।এরই  ধারাবাহিকতায় নিজেদের  ২০০ কোটি রুপির সম্পত্তি সাধারণ জনগণের মাঝে বিলিয়ে দিয়েছেন।...

আবহাওয়া, গরম আবহাওয়া, গরম
বাংলাদেশ15 hours ago

বৈশাখে পুড়ছে দেশ, তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়ালো

দেশের বেশিরভাগ জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। প্রতিদিনই তাপমাত্রা নতুন নতুন রেকর্ড করছে। সেই ধারাবাহিকতায় আজও সর্বোচ্চ তাপমাত্রা বেড়েছে...

ডাকসুর-সাবেক-ভিপি-নুরুল-হক ডাকসুর-সাবেক-ভিপি-নুরুল-হক
আইন-বিচার16 hours ago

নুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

চট্টগ্রামে হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার (১৫...

দেশজুড়ে17 hours ago

প্রথম ধাপের উপজেলা ভোটে ১৮৯১ মনোনয়ন দাখিল

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটে এক হাজার ৮৯১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার (১৫ এপ্রিল) মনোনয়নপত্র...

জাতীয়19 hours ago

দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ২ মে

দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।  আগামী ২ মে এ অধিবেসন বসছে। আজ সোমবার (১৫ এপ্রিল) জাতীয়...

বিএনপি-নেতা-ইশরাক বিএনপি-নেতা-ইশরাক
আইন-বিচার20 hours ago

১২ মামলায় বিএনপি নেতা ইশরাকের অন্তর্বর্তীকালীন জামিন

রাজধানীর একাধিক থানায় নাশকতার ১২ মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির সিনিয়র সদস্য...

আগুন আগুন
চট্টগ্রাম21 hours ago

চট্টগ্রামে বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার ফিরিঙ্গিবাজার এলাকায় এয়াকুবনগর বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৫ এপ্রিল) দুপুর সোয়া ১টার দিকে এ ঘটনা...

জাতীয়22 hours ago

মুক্ত নাবিকদের বিষয়ে যে তথ্য দিলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী

আমাদের জাহাজ এবং নাবিকরা মুক্ত, আগামী ১৯ এপ্রিল দুবাই পৌঁছাবে এমভি আবদুল্লাহ। মুক্ত করা এ জাহাজটিতে মালিকরা খুব ভালো ভূমিকা...

নির্বাচন কমিশন নির্বাচন কমিশন
জাতীয়1 day ago

উপজেলা নির্বাচন: প্রথম ধাপের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আজ

প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আজ সোমবার (১৫ এপ্রিল)। উপজেলা পরিষদ নির্বাচনে এবারই প্রথম শুধু অনলাইনে...

Advertisement
আন্তর্জাতিক6 days ago

বিড়াল বাঁচাতে গিয়ে একই পরিবারের ৫ জন নিহত

বাংলাদেশ3 days ago

ইসরাইল থেকে সরাসরি ঢাকায় বিমানের অবতরণ- যা জানা গেলো

ফায়ার-সার্ভিস
জাতীয়4 days ago

নিয়ন্ত্রণে এসেছে বাড্ডার আগুন

আন্তর্জাতিক2 days ago

ইসরাইলে ইরানের হামলা: ভূমধ্যসাগরে ঢুকলো রাশিয়ার যুদ্ধজাহাজ

দেশজুড়ে3 days ago

যুবকের পায়ুপথ থেকে বের করা হলো ৬ ইঞ্চি ডাব

আন্তর্জাতিক2 days ago

ইরানে পাল্টা হামলার বিষয়ে যা জানালো বাইডেন

বাংলাদেশ6 days ago

যাত্রীদের মারধরে নয়, চালক-কন্ডাক্টরের মৃত্যু হয় যেভাবে

আন্তর্জাতিক7 days ago

রাতে নয়, দেশটিতে দিনে দেখা গেলো ঈদের চাঁদ!

আন্তর্জাতিক2 days ago

ইসরাইলে ইরানের হামলা: প্রতিক্রিয়া জানালো ভারত ও চীন

আন্তর্জাতিক2 days ago

নজিরবিহীন ইরানি হামলায় ইসরায়েলের যেসব ক্ষতি হলো

প্রধানমন্ত্রী-শেখ-হাসিনা
জাতীয়3 weeks ago

গায়ের চাদর না পুড়িয়ে বউদের ভারতীয় শাড়ি পোড়ান: প্রধানমন্ত্রী

ফুটবল3 weeks ago

ইংল্যান্ডকে হারিয়ে ব্রাজিল কোচ জানালেন এটা মাত্র শুরু

টুকিটাকি4 weeks ago

জিলাপির প্যাঁচে লুকিয়ে আছে যে রহস্য!

অর্থনীতি1 month ago

বাজারে লেবুর সরবরাহ বেশি, তবুও দাম চড়া

রেশমা
বাংলাদেশ1 month ago

রাজধানীতে অচেতন অবস্থায় উদ্ধার কিশোরীর ঠিকানা খুঁজছে পুলিশ

হলিউড1 month ago

নীল দুনিয়ায় অভিনেত্রী সোফিয়ার রহস্যজনক মৃত্যু

ফুটবল1 month ago

জামালকে ঠিকঠাক বেতন দেয়নি আর্জেন্টাইন ক্লাব

টুকিটাকি2 months ago

রণবীরের ‘অ্যানিম্যাল’ দেখে শখ, মাইনাস ২৫ ডিগ্রিতে বসলো বিয়ের আসর

অর্থনীতি2 months ago

গরুর মাংসের দাম কেজি প্রতি পৌনে ৬ লাখ টাকা!

অপরাধ2 months ago

ডিবিতে যে অভিযোগ দিলেন তিশার বাবা

সর্বাধিক পঠিত