Bayanno Tv
বুধবার, ১৪ এপ্রিল ২০২১, ১ বৈশাখ ১৪২৮
×

কানাডার ম্যানিটোবায় তুষারের গোলকধাঁধা!

  বায়ান্ন অনলাইন ডেস্ক ২২ ফেব্রুয়ারি ২০২১, ১১:১৬

কানাডার ম্যানিটোবায় তুষারের গোলকধাঁধা!

গোলকধাঁধার নাম শুনলেই বিনোদনপ্রেমীদের মনে রোমাঞ্চ কাজ করে। আর তা যদি হয় তুষারের তার সঙ্গে যোগ হয় বাড়তি আকর্ষণ।

বিশ্বের সবচেয়ে বড় তুষারের গোলকধাঁধা এখন কানাডার ম্যানিটোবায়। তুষারের তৈরি গোলকধাঁধা ভীষণ শোভা বাড়িয়েছে। করোনা মহামারিতে বন্দি জীবনের একঘেঁয়ে সময় পাশ কাটিয়ে সেখানে ঘুরতে যাচ্ছে ভ্রমণপিপাসুরা। এতে স্বস্তির নিঃশ্বাস ফেলছে তারা।

কানাডায় করোনাভাইরাসের কারণে ভ্রমণ নিষেধাজ্ঞা রয়েছে। তার ওপর রয়েছে কোয়ারেন্টিনের ঝক্কি। এমন সময়ে তুষারের তৈরি এই গোলকধাঁধার জন্য স্বস্তির নিঃশ্বাস ফেলছে কানাডার ভ্রমণপিপাসুরা।

তবে, এই গোলকধাঁধায় স্বাস্থ্যবিধি মেনেই প্রবেশ করতে হবে দর্শনার্থীদের। এতে প্রবেশ করে বের হওয়ার পথ খুঁজতেই অনেকটা সময় কেটে যায়। আর এটি বেশ উপভোগ করছে বিনোদনপ্রেমীরা।

ওয়ার্ল্ডস লার্জেস্ট স্নো মেইজের সহ-প্রতিষ্ঠাতা অ্যাঙ্গি ম্যাসে বলেন, এ ধরনের বিনোদনের স্থান কে-না চায়। গরম মওসুমে ভুট্টার ক্ষেতে এমন গোলকধাঁধা তৈরি করে থাকি। শীতকালেও এই কার্যক্রম চালিয়ে নেওয়ার ভাবনা থেকেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

২৪০ ফুট দৈর্ঘ্য ও একই প্রস্থের এই গোলক ধাঁধা তৈরি করতে সময় লেগেছে ছয় সপ্তাহ। যা দেখতে প্রতিদিনই ভিড় করছে সৌখিন ভ্রমণপিপাসুরা।

 

এসএন

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ সৈয়দ আশিক রহমান
বেঙ্গল টেলিভিশন লিমিটেড

৪৩৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।