Bayanno Tv
বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১, ২ বৈশাখ ১৪২৮
×

ফরাসি ধনকুবের এমপি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত

  বায়ান্ন অনলাইন ০৮ মার্চ ২০২১, ১১:৫৮

ফরাসি ধনকুবের এমপি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত

ফরাসি ধনকুবের ও দেশটির পার্লামেন্ট সদস্য অলিভার দাসল্ট হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন।  

রোববার (৭ মার্চ) দেশটির স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকায় নরম্যান্ডি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওই এলাকায় অবকাশযাপনের জন্য তার একটি বাড়ি রয়েছে। সেখানে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় হেলিকপ্টারের পাইলটও নিহত হয়েছেন। তারা দুজনই এই হেলিকপ্টারে ছিলেন।

দেশটির পুলিশ সূত্র থেকে জানা যায়, তার ব্যক্তিগত একটি ল্যান্ডিং স্টেশন থেকে উড়াল দেয়ার কিছুক্ষণের মধ্যেই সেটি দুর্ঘটনার কবলে পড়ে। তারপর তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। 

৬৯ বছর বয়সী অলিভারের আকস্মিক মৃত্যুর ঘটনায় এক টুইটার বার্তায় শোক জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। 

দাসাল্টের বাবা সার্জ দাসাল্ট ছিলেন ফ্রান্সের বিখ্যাত শিল্পপতি। তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানই বহুল পরিচিত রাফাল যুদ্ধবিমানের প্রস্তুতকারক। লে ফিগারো নামের একটি পত্রিকারও মালিক তাদের পরিবার। ২০০২ সালে উত্তরাঞ্চলীয় এলাকা ওইসি থেকে ফরাসি পার্লামেন্টের নিম্নকক্ষের সদস্য নির্বাচিত হন অলিভিয়ের রাফাল।

রাইদুল শুভ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ সৈয়দ আশিক রহমান
বেঙ্গল টেলিভিশন লিমিটেড

৪৩৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।