Bayanno Tv
শুক্রবার, ১৪ মে ২০২১, ৩১ বৈশাখ ১৪২৮
×

যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক হামলা, ৮ জন নিহত

  বায়ান্ন ডেস্ক    ১৬ এপ্রিল ২০২১, ১৭:৫৭

bayanno
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপোলিস অঙ্গরাজ্যে কুরিয়ার সেবাদাতা প্রতিষ্ঠান ফেডএক্সের কার্যালয়ে বন্দুকধারীর গুলিতে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ নিয়ে দেশটিতে চলতি বছর চার মাসে বন্দুক হামলায় ১৮৭ জন নিহত হয়েছে। খবর বিবিসির।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাতে এ বন্দুক হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদেরকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে।

ঘটনার সময় সেখানে উপস্থিত থাকা ফেডএক্সের দুই কর্মকর্তা জানান, তারা অন্তত দশ রাউন্ড গুলি চালানোর শব্দ শুনতে পান।

এদিকে, হামলা চালানোর পর বন্দুকধারী সেখানেই আত্মহত্যা করেন বলে জানান মার্কিন পুলিশ বিভাগের এক মুখপাত্র। ওই এলাকায় হামলার আর কোনো আশঙ্কা নেই বলেও আশ্বস্ত করেন তিনি। এসময় স্থানীয়দের শান্ত থাকার আহ্বান জানান পুলিশ বিভাগের ওই মুখপাত্র।

শুভ মাহফুজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ সৈয়দ আশিক রহমান
বেঙ্গল টেলিভিশন লিমিটেড

৪৩৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।