বায়ান্ন ডেস্ক ০৪ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৪৭
বিশ্বে করোনা মহামারিতে মারা গেছে পৌনে ২৩ লাখেরও বেশী মানুষ। শনাক্ত হয়েছে প্রায় সাড়ে ১০ কোটি রোগী। ইউরোপসহ কয়েকটি দেশে সনাক্ত হয়েছে করোনার নতুন ধরণ। এই ভাইরাস আগেরটার চেয়ে বেশী ক্ষতিকর। করোনায় সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যুর দেশ যুক্তরাষ্ট্রে দুই কোটি ৭১ লাখেরও বেশী রোগী সনাক্ত হয়েছে। মারা গেছে চার লাখ ৬১ হাজারের বেশি মানুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বিশ্বব্যাপি কোভ্যাক্সের আওতায় বাংলাদেশ পাবে এক কোটি ২৭ লাখ ভ্যাকসিন ।