বায়ান্ন অনলাইন ডেস্ক ১১ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৫৯
সৌদি আরবের মদিনা নগরীতে একটি সোফা কারখানায় আগুন লেগে মারা গেছে অন্তত সাত বাংলাদেশি। বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেন দেশটিতে অবস্থিত বাংলাদেশের জেদ্দা কনস্যুলেটের লেবার কাউন্সিলর মোহাম্মদ মহসীন হোসেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার স্থানীয় সময় ভোর ৬টা অর্থাৎ বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে মনোয়ারায় সোফা কারখানায় ভয়াবহ আগুন লাগে। তবে ঘটনাস্থল দুর্গম এলাকায় হওয়ায় সন্ধ্যার পর এ খবর জানা যায়।
মৃতদের মধ্যে দুই ভাই রয়েছে। তারা চট্টগ্রামে লোহাগাড়া উপজেলার দক্ষিণ সুখছড়ী চাম্বির পাড়া নিবাসী জনাব সুলতান আহমদের ছেলে মিজান ও আরাফাত। বাকিরা অতিরিক্ত দগ্ধ হওয়ায় তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি। তবে অসমর্থিত সুত্র বলছে মৃতদের সবার বাড়ি চট্টগ্রামে।
মরদেহ শনাক্তে দূতাবাসের পক্ষ থেকে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানতে পারেনি দেশটির পুলিশ। মরদেহগুলো মদিনার একটি হাসপাতালে রাখা আছে।
এসএন