বায়ান্ন অনলাইন ডেস্ক ২২ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৪৯
মেক্সিকোতে বিমান বাহিনীর একটি উড়োজাহাজ দুর্ঘটনায় মারা গেছে সামরিক বাহিনীর অন্তত ছয়জন সদস্য। রোববার এ তথ্য জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রোববার স্থানীয় সময় সকালে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য ভেরাক্রুজে এ দুর্ঘটনা ঘটে।
এক বিবৃতিতে জানিয়েছে মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, স্থানীয় সময় সকাল পৌনে ১০টার দিকে এমিলিয়ানো জাপাতা মিউনিসিপালিটির একটি বিমানবন্দর থেকে ওড়া লেয়ারজেট ৪৫ এয়ারক্রাফটটি দুর্ঘটনায় পড়ে। তবে মৃতদের নাম-পরিচয় এখনো জানানো হয়নি।
দুঘটনার কারণ অনুসন্ধান করার ঘোষণা দিয়েছে মেক্সিকোর সেনাবাহিনী। উড়োজাহাজটিতে কতজন আরোহী ছিল তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দুর্ঘটনার কারণ বা এ সংক্রান্ত বিস্তারিত কিছু জানানো হয়নি দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে।
এসএন