রারানিং মেট হিসেবে কমলা হ্যারিসকেই বেছে নিলেন জো বাইডেন

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে নিজের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ক্যালিফোর্নিয়ার কৃষ্ণাঙ্গ সিনেটর ভারতীয়-জ্যামাইকান বংশোদ্ভূত কমলা হ্যারিসকেই বেছে নিলেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। মঙ্গলবার টুইট করে এ ঘোষণার কথা জানান বাইডেন। এর মাধ্যমে প্রথমবারের মতো একজন কৃষ্ণাঙ্গ ও একইসঙ্গে ভারতীয় হিসেবে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট পদে মনোনীত হলেন কমলা হ্যারিস।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি ও আল-জাজিরা জানায়, টুইটারে ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন লেখেন, ‘আমার সহযোদ্ধা হিসেবে একজন নির্ভীক লড়াকু নারী ও দেশের অন্যতম জনপ্রিয় প্রতিনিধি কমলা হ্যারিসের নাম ঘোষণা করতে পেরে আমার খুবই ভাল লাগছে। আমার প্রচারণায় তাঁকে সঙ্গী হিসেবে পেয়ে আমি গর্বিত।’
বাইডেনের এই ঘোষণার পর নিজের প্রতিক্রিয়া জানান হ্যারিস। টুইটারে তিনি লেখেন, ‘জো বাইডেনের এই প্রশংসায় আমি মুগ্ধ। তাঁর সহযোদ্ধা হিসেবে সব লড়াইয়ে আমি প্রস্তুত। জো বাইডেন যুক্তরাষ্ট্রের মানুষকে একত্রিত করতে পারবেন। কারণ সারা জীবন তিনি সবার জন্য লড়াই করেছেন। প্রেসিডেন্ট হিসেবেও এমন অ্যামেরিকা গড়বেন যা সবার জন্য আদর্শ হবে।
৫৫ বছরের কমলা হ্যারিসের বাবা কৃষ্ণাঙ্গ অ্যামেরিকান। থাকেন জ্যামাইকায়। তাঁর মা ভারতীয়। খুব ছোটবেলায় বাবা-মার সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কমলা। প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে কমলাই ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল নির্বাচিত হন। এছাড়াও দ্বিতীয় কৃষ্ণাঙ্গ ও প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত নারী যিনি যুক্তরাষ্ট্রের সিনেটর নির্বাচিত হন তিনি। আজ বুধবার ডেলাওয়্যার থেকে যৌথ প্রচার শুরু করবেন জো বাইডেন ও কমলা হ্যারিস।
এর আগে, প্রেসিডেন্ট পদে ডেমোক্র্যাট দলের প্রার্থী হওয়ার লড়াইয়ে ছিলেন কমলা হ্যারিস। প্রার্থীতা নিয়ে বাইডেনের সঙ্গে কমলার লড়াই হয়েছে। ২০১৯ সালের ডিসেম্বর প্রেসিডেন্ট প্রার্থীতার লড়াই থেকে সরে দাঁড়ান হ্যারিস। বাইডেনকে এগিয়ে দেন ডেমোক্র্যাটরা।
কমলা হ্যারিসের রাজনৈতিক প্রতিভার কথা স্বীকার করে জো বাইডেন বলেছেন তাঁর বিরুদ্ধে কোনো রকমের অভিযোগ নেই তাঁর। হ্যারিসকে নিজের ভাইস প্রেসিডেন্ট প্রার্থীতার লড়াইয়ে সামিল করে সে বার্তাই দিলেন বাইডেন।
ওবামা প্রশাসনে দুই মেয়াদে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব সামলানো বাইডেন প্রেসিডেন্ট প্রার্থী মনোনীত হওয়ার সময় তার রানিংমেট একজন নারী হবেন বলে জানিয়েছিলেন। অনেক বিচার বিশ্লেষণের পর সংক্ষিপ্ত পাঁচ নারীর তালিকায় কমলা হ্যারিসকে শীর্ষে রাখেন ৭৭ বছরের এই ডেমোক্রেট প্রার্থী।
বাইডেনের এ ঘোষণায় যুক্তরাষ্ট্রের ক্ষমতার লড়াইয়ে আরো কিছুটা চাপে পড়লেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন কথাই এখন বলছেন মার্কিন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
এসএন
ফোন : +৮৮ ০১৮৭৮ ১৮৪১৮৫
contact.bayannotv@gmail.com
প্রধান সম্পাদক : সৈয়দ আশিক রহমান
বেঙ্গল টেলিভিশন লিমিটেড
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - বায়ান্ন | এই ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি | ইহা একটি পরীক্ষামূলক ওয়েবসাইট
- প্রচ্ছদ
- ভিডিও
- ছবি
-
বাংলাদেশ
-
আন্তর্জাতিক
-
খেলাধুলা
-
রাজনীতি
-
দেশজুড়ে
-
বিনোদন
-
অর্থনীতি
-
শিক্ষা
-
লাইফ স্টাইল
-
বিজ্ঞান ও প্রযুক্তি
-
সব
ফোন : +৮৮০-২-৫৫০১৩৫১১
নিউজ রুম: +৮৮০-১৮৭৮১৮৪৩৬৯
ইমেইল : news.bayannotv@gmail.com
প্রধান সম্পাদক : সৈয়দ আশিক রহমান
বেঙ্গল টেলিভিশন লিমিটেড
>