বাইডেনের শপথের দিনে ওয়াশিংটনে থাকবে ১০ হাজার সেনা

ডেমোক্র্যাটদের চাপের মুখে অবশেষে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক টেবিলে বসলেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। তবে কাউকে জানিয়ে নয়। গোপনে তারা বৈঠক করে ওভাল অফিসে।
ভারতের আনন্দবাজার পত্রিকা জানায়, ক্যাপিটলে হামলা নিয়ে ভয়ঙ্কর খেপে যাওয়া বিদায়ী ভাইস প্রেসিডেন্ট পেন্স এখন অনেকটাই নরম। ডেমোক্র্যাটদের দাবি মতো কালকের বৈঠকে কথায়-কথায় ট্রাম্পকে অবিলম্বে ইস্তফা দেওয়ার প্রস্তাবও দেন পেন্স। তবে ট্রাম্প অনড়। ২০ জানুয়ারি জো বাইডেনের শপথ নেওয়ার আগে সরতে রাজি নন তিনি। শুধু তাই নয়, শেষের আর কয়টা দিন কী ভাবে আরও ভাল করে দেশ চালানো যায় তা নিয়েও কথা বলেন পেন্সের সঙ্গে।
ইমপিচমেন্ট প্রসঙ্গে ট্রাম্পের দাবি, তাঁকে অপরাধী সাব্যস্ত করার যে চেষ্টা চলছে তা দেশের ইতিহাসে নজিরবিহীন। তবে হাল ছাড়তে নারাজ ডেমোক্র্যাটরাও। ইমপিচমেন্টের আগে তারা চাইছে, পেন্সকে দিয়ে সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগ করে ট্রাম্পকে সরাতে। যেমন ভাবা হয়েছিল ততটাও সহজ না হওয়ায় এখন ইমপিচ-অস্ত্রে ট্রাম্পকে কুপোকাত করতে চাইছেন হাউসের স্পিকার ন্যান্সি পেলোসি।
তবে এখন মূলত নিজের শপথ অনুষ্ঠানের দিকেই নজর বাইডেনের। এবার তাঁর শপথের থিম, অ্যামেরিকা ইউনাইটেড। অথচ দেশের ১৫০ বছরের ঐতিহ্য তছনছ করে উত্তরসূরির শপথ অনুষ্ঠানে থাকবেন না ট্রাম্প। তবে এফবিআই বলছে, ওই দিন ওয়াশিংটনসহ ৫০টি রাজ্যের রাজধানীতে ঝামেলার আশঙ্কা রয়েছে। তাই এবার আরও ভয়ঙ্কর সশস্ত্র হামলা হতে পারে ধরে নিয়ে তৈরি ন্যাশনাল গার্ড।
প্রথা অনুযায়ী ক্যাপিটল ভবনের মাঠে বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের শপথ নেওয়ার কথা। ডেলাওয়্যার থেকে সাংবাদিকদের বাইডেন বলেন, অনুষ্ঠান খোলা মাঠে হলেও নিরাপত্তা নিয়ে বিন্দুমাত্র উদ্বিগ্ন নই।
ন্যাশনাল গার্ডের প্রধান ড্যানিয়েল হোকানসন জানিয়েছেন, শনিবারের মধ্যেই ওয়াশিংটনে ১০ হাজার সেনা পৌঁছে যাবে। স্থানীয় প্রশাসন চাইলে সংখ্যাটা ১৫ হাজার হতে পারে। একটাই স্বস্তি, ক্যাপিটলে হামলার দায় না-নিলেও এফবিআইয়ের সতর্কবার্তা পাওয়ার পর ওয়াশিংটনে জরুরি অবস্থা জারির অনুমতি দিয়েছে। যা বলবৎ থাকবে ২৪ জানুয়ারি পর্যন্ত। শহরের কিছু এলাকায় ভ্রমণে নিষেধাজ্ঞা থাকবে ১৬ থেকে ২৪ তারিখ পর্যন্ত।
ট্রাম্প-সমর্থকদের তাণ্ডবের দিনে ক্যাপিটলেই ছিলেন পেন্স। সে দিন হাউস অব রিপ্রেজ়েন্টেটিভস ও সেনেটের চেম্বার থেকে বাকিদের সঙ্গে তাঁকেও কার্যত পালাতে হয়েছিল। ট্রাম্পের উপর ভীষণ খেপে গিয়েছিলেন পেন্স। মাঝখানে কথাই হয়নি দুইজনের। গতকাল হল গোপন বৈঠক আর তাতে বোঝা গেল এখনও অটুটই বন্ধুত্ব।
এসএন
ফোন : +৮৮ ০১৮৭৮ ১৮৪১৮৫
contact.bayannotv@gmail.com
প্রধান সম্পাদক : সৈয়দ আশিক রহমান
বেঙ্গল টেলিভিশন লিমিটেড
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - বায়ান্ন | এই ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি | ইহা একটি পরীক্ষামূলক ওয়েবসাইট
- প্রচ্ছদ
- ভিডিও
- ছবি
-
বাংলাদেশ
-
আন্তর্জাতিক
-
খেলাধুলা
-
রাজনীতি
-
দেশজুড়ে
-
বিনোদন
-
অর্থনীতি
-
শিক্ষা
-
লাইফ স্টাইল
-
বিজ্ঞান ও প্রযুক্তি
-
সব
ফোন : +৮৮০-২-৫৫০১৩৫১১
নিউজ রুম: +৮৮০-১৮৭৮১৮৪৩৬৯
ইমেইল : news.bayannotv@gmail.com
প্রধান সম্পাদক : সৈয়দ আশিক রহমান
বেঙ্গল টেলিভিশন লিমিটেড
>