Bayanno Tv
বৃহস্পতিবার, ১৮ আগস্ট ২০২২, ৩ ভাদ্র ১৪২৯
×

বিএনপিকে ক্ষমতা দেয়া যাবে না : নুর

  বায়ান্ন অনলাইন ডেস্ক ০২ আগস্ট ২০২২, ১৭:০৯

বিএনপিকে ক্ষমতা দেয়া যাবে না : নুর

দেশের বর্তমান সরকারকে ক্ষমতা থেকে নামাতে একতা গঠন করতে হবে। আমরা বিএনপিকে সঙ্গে রাখতে পারি একত্ব গঠনের জন্য।কিন্তু বিএনপিকে ক্ষমতা দেয়া যাবে না। বললেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর।

আজ মঙ্গলবার (২ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নুর বলেন, গেলো ৩৪ বছরে আওয়ামী লীগ ও বিএনপি দুই দলকেই ক্ষমতায় দেখেছি। দুই দলের চরিত্র একই। এই দুই দল ক্ষমতায় থাকলে জনগণের কিছুই হবে না। এ জন্য তৃতীয় কোনো শক্তিকে আমাদের ক্ষমতায় নিতে হবে।

তিনি বলেন, ১৯৯৬ সালে বিএনপিও এককভাবে ক্ষমতায় থাকতে চেয়েছিল। কিন্তু তারা জনগণের দাবির প্রতি সম্মান দেখিয়েছে। কিন্তু আওয়ামী লীগ সবাইকে ছাড়িয়ে গেছে।

তিনি আরও বলেন, দেশে যদি সংবিধান থাকতো তাহলে ভোলায় একটি দলের নেতাকর্মীদের সমাবেশে এভাবে গুলি করে হত্যা করতে পারত না।

সভায় আরও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জুনায়েদ সাকি ও গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য হারুনুর রশিদ প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ সৈয়দ আশিক রহমান
বেঙ্গল টেলিভিশন লিমিটেড

৪৩৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।