Bayanno Tv
রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১, ১১ আশ্বিন ১৪২৮
×

শীতার্ত ও দরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন রিজভী

  বায়ান্ন অনলাইন ডেস্ক ০৯ ফেব্রুয়ারি ২০২১, ১১:২৩

শীতার্ত ও দরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন রিজভী

রাজধানীর মোহাম্মদপুরে শীতার্ত ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকালে শীতার্ত মানুষের কাছে এ সহায়তা পৌঁছে দেন রিজভী। এ কর্মসূচিতে তিন শতাধিক মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়।

এ সময় তার সঙ্গে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. জাকির হোসেন বাবলু ও যুগ্ম আহবায়ক ডা. মোফাখ্খারুল ইসলাম রানা, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান মাহবুব, শিক্ষক ও প্রকৌশলী ইকবালুর রহমান রুকন উপস্থিত ছিলেন।

এর আগে গতকাল রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন রিজভী। পরে দ্রুত তাকে রাজধানীর কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রিজভীর পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক জানান, তার ডায়াবেটিস বেড়ে গেছে। পরে তিনি হাসপাতাল থেকে চলে আসেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ সৈয়দ আশিক রহমান
বেঙ্গল টেলিভিশন লিমিটেড

৪৩৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।