আর্কাইভ থেকে জাতীয়

গণপরিবহন চলবে শুধু জেলার মধ্যে

গণপরিবহন চলবে শুধু জেলার মধ্যে

দেশে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের কারণে চলমান লকডাউন ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। আন্তঃজেলা পরিবহন বন্ধ থাকবে। তবে জেলার মধ্যে গণপরিবহন চলবে। জানালেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ট্রেন ও যাত্রীবাহী  নৌযান বন্ধ থাকবে। স্বাস্থ্যবিধি মেনে মার্কেটগুলো খোলা থাকবে। যদি মাস্ক ও স্বাস্থ্যবিধি মানা না হয় তা হলে মার্কেট বন্ধ করে দেয়া হবে।

সচিব বলেন, আজ থেকে পুলিশ, সিটি করপোরেশন, ম্যাজিস্ট্রেট ও অ্যাডমিনিস্ট্রেশন দেশের প্রত্যেকটি মার্কেট সুপারভাইস করবে। কোনো মার্কেটে মাস্ক ছাড়া যদি বেশি লোকজন ঘোরাফেরা করে প্রয়োজনে আমরা সেসব মার্কেট বন্ধ করে দেবো।

খন্দকার আনোয়ারুল জানান, পোশাক কারখানা ও শিল্প প্রতিষ্ঠানের ঈদের ছুটি তিন দিনের বেশি হবে না।

এ সম্পর্কিত আরও পড়ুন গণপরিবহন | চলবে | শুধু | জেলার | মধ্যে