আর্কাইভ থেকে দেশজুড়ে

যশোরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে ইউপি সদস্যের মৃত্যু

যশোরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে ইউপি সদস্যের মৃত্যু

বোমা বানাতে গিয়ে যশোরের ঝিকরগাছায় লিটন নামে এক ইউপি সদস্য মারা গেছেন।

সোমবার (১০ মে) বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে তিনি আহত হন। লিটনের বাড়ি উপজেলার হাজিরবাগ ইউনিয়নের হাঁড়িয়াখালি পাঁচপোতা গ্রামে। তিনি স্থানীয় ওয়ার্ডের সদস্য।

পুলিশ সূত্রে জানা গেছে, বিস্ফোরণে আহত হওয়ার পর বাড়িতেই গোপনে চিকিৎসা নিয়েছিলেন লিটন। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় সোমবার দিবাগত রাতে তাকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয় পরিবারের সদস্যরা। যাওযার মঙ্গলবার (১১ মে) ভোরে তার মৃত্যু হয়।   

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে আহত হয়ে গোপনে চিকিৎসা নিচ্ছিলেন লিটন। গতরাতে চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। পথে তার মৃত্যু হয়।লিটনের মরদেহ ফিরিয়ে আনা হচ্ছে বলে শুনেছি। আমরা তার বাড়িতে যাচ্ছি।

এ সম্পর্কিত আরও পড়ুন যশোরে | বোমা | বানাতে | গিয়ে | বিস্ফোরণে | ইউপি | সদস্যের | মৃত্যু