আর্কাইভ থেকে জাতীয়

কোয়াড নিয়ে আগ বাড়িয়ে কথা বলেছেন চীনের রাষ্ট্রদূত

কোয়াড নিয়ে আগ বাড়িয়ে কথা বলেছেন চীনের রাষ্ট্রদূত

কোয়াড নিয়ে আগ বাড়িয়ে কথা বলেছেন চীনের রাষ্ট্রদূত। দেশের জনগণের স্বার্থ বিবেচনা করে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ। বিশ্ব স্বাস্থ্যসংস্থার অনুমোদন না পাওয়ায় চীনের টিকা কিনতে সময় লেগেছে। বললেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আজ মঙ্গলবার (১১ মে) গণমাধ্যমকে এ কথা জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ কী করবে না করবে সেটা একান্তই নিজেদের ব্যাপার। তাছাড়া জোট কোয়াডে যোগ দেওয়ার বিষয়ে কখনও আগ্রহ দেখায়নি বাংলাদেশ। এছাড়া কোয়াডে যোগ দিতে আনুষ্ঠানিক কোনও প্রস্তাব পায়নি বাংলাদেশ।

উল্লেখ্য, সোমবার চীনের রাষ্ট্রদূত লি জিমিং সতর্ক করেছিলেন যুক্তরাষ্ট্র, জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার কৌশলগত জোট কোয়াডে বাংলাদেশ যোগ দিলে চীনের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক খারাপের দিকে যাবে।

তার বক্তব্যের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, এসব বিষয়ে উত্তর দেওয়া অবান্তর। আমরা কী করব না করব এটা আমাদের ব্যাপার। আর আমাদের কেউ কোয়াডে দাওয়াতও দেয়নি, আমরা আগ্রহও দেখাইনি।

এ সম্পর্কিত আরও পড়ুন কোয়াড | নিয়ে | আগ | বাড়িয়ে | কথা | বলেছেন | চীনের | রাষ্ট্রদূত