আর্কাইভ থেকে করোনা ভাইরাস

ভারতে করোনায় মৃত্যু ছাড়াল তিন লাখ

ভারতে করোনায় মৃত্যু ছাড়াল তিন লাখ

ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে তিন লাখ। মহামারিতে দেশটিতে মোট মারা গেছে তিন লাখ তিন হাজার সাত শ’ ৫১ জন।

ভারতের গণমাধ্যম জানায়, জাতীয় স্বাস্থ্য বিভাগের তথ্য অনুসারে, রোববার ভারতে মহামারির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে। এদিন মারা গেছে চার হাজার চার শ’ ৫৫ জন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে দুই লাখ ২৩ হাজার মানুষের শরীরে। এ নিয়ে দেশটিতে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ছাড়িয়েছে দুই কোটি ৬৭ লাখ।

গেল ১২ দিনে দেশটিতে করোনায় মারা গেছে অর্ধলাখের বেশি মানুষ। ভাইরাসটির সংক্রমণে বিশ্বের একমাত্র দেশ হিসেবে মাত্র ২৬ দিনের মাথায় এক লাখের ওপর মানুষের মৃত্যু হলো।

প্রাণহানির তালিকায় সবার শীর্ষে মহারাষ্ট্র। শুধু এই রাজ্যেই করোনায় মারা গেছে ৮৯ হাজারের মতো মানুষ। পরের অবস্থানেই রয়েছে তামিলনাড়ু, কর্ণাটক ও রাজধানী নয়াদিল্লি।

ভারতে চলমান করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যে চরম টিকা সংকট দেখা দিয়েছে। দেশটির শীর্ষ ভাইরাসবিদ গগনদীপ কং বলেছেন, টিকা কিনতে দেরী করছে ভারত। আন্তজার্তিক বাজারে ভারতে ব্যবহৃত টিকার বিকল্পের স্বল্পতাও রয়েছে।

দিল্লি, মহারাষ্ট্র, ওড়িশা এবং উত্তর প্রদেশসহ কয়েকটি রাজ্যে টিকা ঘাটতির মধ্যে এ মন্তব্য করেন গগনদ্বীপ। এমনকি টিকা সংকটের জেরে অনেক রাজ্যে বন্ধ রয়েছে টিকা কার্যক্রম।

করোনা নিয়ন্ত্রণে দিল্লিতে লকডাউনের সময়সীমা বাড়ানোর পর রাজস্থানেও দুই সপ্তাহ বাড়ানো হয়েছে লকডাউন।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন ভারতে | করোনায় | মৃত্যু | ছাড়াল | তিন | লাখ