আর্কাইভ থেকে জাতীয়

লঞ্চ-ট্রেন-দূরপাল্লার বাস চলাচল শুরু

লঞ্চ-ট্রেন-দূরপাল্লার বাস চলাচল শুরু

করোনা মহামারির কারনে দেড় মাসেরও বেশি সময় পর চালু হলো লঞ্চ, ট্রেন ও দূরপাল্লার বাস। তবে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী বহন করতে হবে। এদিকে ট্রেনের ভাড়া না বাড়লেও লঞ্চ ও বাসে বেড়েছে ৬০ শতাংশ বেশি ভাড়া। বাসে টিকিট বিক্রি হচ্ছে এক আসন ফাঁকা রেখে।

সোমবার দূরপাল্লায় বাস চলাচল শুরু হওয়ায় রাজধানীর বাস টার্মিনালে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য।

এদিকে ২৮ জোড়া আন্তঃনগর ট্রেন দিয়ে শুরু হচ্ছে রেল চলাচল। ট্রেনের ভাড়া না বাড়লেও এক আসন ফাঁকা রেখেই বসতে হবে যাত্রীদের।

রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরিফুল আলম জানান, আজ সোমবার থেকে অর্ধেক যাত্রী নিয়ে ট্রেন চলাচল করবে। তবে  যাত্রীসহ সংশ্লিষ্টদের মাস্ক পরিধানসহ সব স্বাস্থ্যবিধি মানতে হবে। আন্তঃনগর ট্রেনসমূহের টিকিট শুধুমাত্র অনলাইনে কাটা যাবে।

লঞ্চে যাত্রী বহনে স্বাস্থ্যবিধি নিশ্চিতে তৎপর রয়েছে বিআইডব্লিউটিএ।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন লঞ্চট্রেনদূরপাল্লার | বাস | চলাচল | শুরু