আর্কাইভ থেকে দেশজুড়ে

শেরপুরে বাঁধ ভেঙে ৩০ গ্রাম প্লাবিত

শেরপুরে বাঁধ ভেঙে ৩০ গ্রাম প্লাবিত

শেরপুরের ঝিনাগাতীতে টানা তিন দিনের ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে মহারসী নদীর পানি অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ার ফলে পানির তীব্র স্রোতে দিঘিরপাড় অংশের শহররক্ষা বাঁধ ভেঙে যায়। এতে উপজেলার ৩০ গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

বুধবার সকাল থেকেই উপজেলার বিভিন্ন জায়গায় পানি প্রবেশ শুরু করে। পানি উঠেছে ঝিনাইগাতী শহরেও। ডুবে গেছে কাঁচা-পাকা সড়ক-সরকারি অফিসসহ অর্ধশতাধিক মাছের ঘের। এতে করে ভোগান্তি পোহাচ্ছে সাধারণ মানুষ।

স্থানীয় এলাকাবাসী মোরাদ হাসান জানান, টানা বৃষ্টিপাতের কারণে নদীর পানি ক্রমেই বেড়ে যাচ্ছ। বাড়িঘরে পানি প্রবেশ করায় অনেকে রাস্তার উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ বলেন, সকালে পানি প্রবেশ শুরু করেছে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন শেরপুরে | বাঁধ | ভেঙে | ৩০ | গ্রাম | প্লাবিত