আর্কাইভ থেকে দেশজুড়ে

চট্টগ্রামে রাস্তাঘাট ফাঁকা, ১৬ স্থানে পুলিশের চেকপোস্ট

চট্টগ্রামে রাস্তাঘাট ফাঁকা, ১৬ স্থানে পুলিশের চেকপোস্ট

চট্টগ্রামে কঠোরভাবে পালিত হচ্ছে সরকার ঘোষিত বিধিনিষেধ।

এই বিধিনিষেধ যথাযথভাবে বাস্তবায়নে মাঠে আছেন সেনাবাহিনী, বিজিবি ও পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়া নগরীতে ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরীতে দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দোকানপাট বন্ধ দেখা গেছে। তবে মূল সড়কে কিছু সংখ্যক রিকশা চলাচল করছে।

চট্টগ্রাম নগরীর প্রবেশপথ সিটি গেট, নতুন ব্রিজসহ ১৬টি স্থানে চেকপোস্ট বসিয়েছে মেট্রোপলিটন পুলিশ। নতুন ব্রিজ ও সিটি গেট এলাকায় কাজ করছে সেনাবাহিনী। এছাড়া নগরীতেও সেনাবাহিনীর টহল দিতে দেখা গেছে। অলিগলিতে মানুষ বের হলেও বেশিরভাগ রাস্তাঘাটই ফাঁকা।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার শ্যামল কুমার নাথ বলেন, সরকারি নির্দেশনা বাস্তবায়নে সকাল থেকে পুলিশ সদস্যরা মাঠে রয়েছেন। নগরীর চারটি প্রবেশপথসহ মোট ১৬টি স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। জরুরী প্রয়োজন ছাড়া কেউ বের হলে তাদেরকে ফেরত পাঠানো হচ্ছে।

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ও চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কসহ নগরীতেও চেকপোস্ট বসানো হয়েছে। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। এছাড়া প্রতিটি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা ভূমি কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। উপজেলাগুলোতে তিনটি করে সেনাবাহিনীর টিম কাজ করছেন।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন চট্টগ্রামে | রাস্তাঘাট | ফাঁকা | ১৬ | স্থানে | পুলিশের | চেকপোস্ট