আর্কাইভ থেকে দেশজুড়ে

ফুলবাড়ীতে টানা বৃষ্টি ও লকডাউনের প্রভাবে দাম নেই জাতীয় ফলের

ফুলবাড়ীতে টানা বৃষ্টি ও লকডাউনের প্রভাবে দাম নেই জাতীয় ফলের

কুড়িগ্রামের ফুলবাড়ীতে টানা বৃষ্টি ও কঠোর লকডাউনের প্রভাব পড়েছে মৌসুমী ফল চাষীদের। পানির দামে বিক্রি হচ্ছে জাতীয় ফল কাঁঠাল। এক দিকে টানা বর্ষা অন্য দিকে কঠোর বিধিনিষেধের কারণে ক্রেতা শূণ্য হয়ে পড়েছে উপজেলার বিভিন্ন হাট-বাজারগুলোতে।

রোববার উপজেলার বিভিন্ন হাট-বাজারে ঘুরে দেখা গেছে, জাতীয় ফল কাঁঠাল পানির দামে বিক্রি হচ্ছে। কঠোর লকডাউনের কারণে হাট-বাজারগুলোতে ক্রেতা শূণ্য অন্য দিকে বিভিন্ন জেলা-উপজেলা থেকে মৌসুমী ফল ব্যবসায়িরা আসতে না পাড়ায় ফল চাষী ও স্থানিয় ফল ব্যবসায়ির এবারে লাভের মুখ দেখেনি। তারা বাধ্য হয়ে বিভিন্ন হাট-বাজারে পানির দামে জাতীয় ফল বিক্রি করছেন।

ফল চাষী নুর ইসলাম ও ইমরান হোসেন জানান, তারা প্রত্যেকের ৫ থেকে ৭ টি করে কাঁঠাল গাছ থেকে ১০ থেকে ১২ টি কাঁঠাল বালারহাট বাজারে নিয়ে এসেছে। বাজারে ক্রেতা শূণ্য হওয়ায় পানির দরে কাঁঠাল বিক্রি করেছেন। ইমরান হোসেন ১২ টি কাঁঠাল বিক্রি করেন ১০০ টাকা এবং নুর ইসলাম ১০ টি কাঁঠাল বিক্রি করেন মাত্র ৭০ টাকা। 

একই বাজারে আসা ফল চাষী আব্দুর রব জানান, তার গাছের ১০টি কাঁঠাল বিক্রি করতে নিয়ে এসেছেন কিন্তু বাজারে ক্রেতা না থাকায় দুই ঘন্টা অপেক্ষা করে মাত্র ১টি কাঁঠাল বিক্রি করেছেন ১৫ টাকা।  

উপজেলার পশ্চিমফুলমতি এলাকার ফল ব্যবসায়ি জলেয়া রহমান জানান, এ বছর ফল চাষীদের কাজ থেকে ২২ টি কাঁঠাল গাছ ৫ হাজার টাকায় ক্রয় করেছি। বৃষ্টি ও লকডাউনের কারণে বাহিরের ফল চাষীরা আসতে না পাড়ায় পানির দামে স্থানীয় হাট-বাজারে বিক্রি করছি। এখনো ৯ টি গাছের কাঁঠাল আছে। এরকম বাজার দর থাকলে সব মিলে ৬ থেকে ৭ হাজার টাকা বিক্রি হওয়ার সম্ভাবনা আছে। তাই এ বছর লোকসান গুনতে হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুর রশিদ জানান, উপজেলা মোট ৪০ থেকে ৫০ হাজার জাতীয় ফল কাঁঠাল স্বাভাবিকভাবে কাঁঠাল গাছে ধরেছে। এ বছর বৈরী আবহাওয়া কারণে গাছের কাঁঠাল আকারে ছোট হয়েছে। তারপরেও এ উপজেলা চাহিদা পুরণ করে দেশের বিভিন্ন জেলায় যায়। এ বছর টানা বৃষ্টি ও কঠোর লকডাউন থাকায় বাহিরের জেলাগুলো ফল ব্যবসায়িরা কাঁঠাল নিয়ে যেতে না পাড়ায় স্থানিয় বাজারগুলোতে পানির দরে এ সব কাঁঠাল বিক্রি করছেন।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন ফুলবাড়ীতে | টানা | বৃষ্টি | ও | লকডাউনের | প্রভাবে | দাম | নেই | জাতীয় | ফলের