আর্কাইভ থেকে ফুটবল

কোপার প্রথম সেমিতে ব্রাজিলের প্রতিপক্ষ পেরু

কোপার প্রথম সেমিতে ব্রাজিলের প্রতিপক্ষ পেরু

কাল প্রথম সেমিফাইনাল। শক্তিশালী ব্রাজিলের আতিথ্য নেবে পেরু। এ ম্যাচে ট্যাকটিসের পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন সেলেসাও কোচ তিতে। অন্যদিকে আত্মবিশ্বাসী পেরুভিয়ান বস রিকার্দো গ্যারেকা। রিও ডি জেনেইরোর নিল্তন সান্তোসে ম্যাচটি শুরু হবে ভোর ৫টায়।
 
একজন বলের পেছনে ছুটবেন বাকিরা নিজেদের মাঝে সেই বলের নিয়ন্ত্রণ রাখবেন। ফুটবলে এই টার্মকে বলা হয় রন্ডো। পেরুর বিপক্ষে সেমিফাইনালের আগে শেষ অনুশীলনে ফ্লুমিনেন্স ফুটবল ক্লাবের মাঠে রন্ডো খেলায় মেতেছিলেন তিতে। ফুটবলারদের সাথে দারুন বোঝাপড়া ৬০ বছর বয়সী এ ট্যাকটিশিয়ানের।

আসরে সেলেসাওদের শুরুটা উড়ন্ত হলেও ধীরে ধীরে চ্যালেঞ্জ বেড়েছে। পরীক্ষা নিরীক্ষার পর নিশ্চয়ই সঠিক টিম কম্বিনেশনের সন্ধা মিলেছে। তবে গ্যাব্রিয়েল জেসুসকে মিস করতে যাচ্ছে বতর্মান চ্যাম্পিয়নরা। আগের ম্যাচে লাল কার্ড দেখায় নিষেধাজ্ঞায় এ ম্যানসিটি ফরোয়ার্ড। তবে ইনজুরিমুক্ত স্কোয়াড পাচ্ছেন তিতে। কোয়ার্টা ফাইনালের স্কোরার লুকাস প্যাকুয়েতাকে দেখা যেতে পারে একাদশে। নেইমারের সাথে রিচার্লিসন, ফিরমিনোরা সামাল দেবেন আক্রমণ ভাগ। গোল রক্ষকের ভূমিকায় ফিরতে পারেন অ্যালিসন।

ফুটবলারদের উপার আস্থা রেখে ট্যাক্টিসে পরিবর্তন আনার পক্ষে নন এ অভিজ্ঞ কোচ। লাতিন আমেরিকার দলগুলোর বিপক্ষে শেষ ৪৯ ম্যাচে মাত্র ৫ হার তিতের সফল্যের স্বরূপ 

ব্রাজিলের কোচ তিতে বলেন, আমি ট্যাক্টিকাল সারপ্রাইজে বিশ্বাসী নই। কেননা আপনি যখন একটা দল গঠন করবেন তখন সবারই আলাদা কিছু  বৈশিষ্ঠ্য তাকবে এবং পরস্পরের মাঝে বোঝাপড়া তৈরি হবে। সেগুলোর মিশ্রনটা জরুরি।

ব্রাজিলের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়ে কোপা আমেরিকা অভিযান শুরু করেছিলো পেরু। তবে সময়ের সাথে নিজেদের গুছিয়ে নিয়েছে গেল আসরের রানার্স আপরা। গেলবারের ফাইনালের পূনর্মঞ্চায়ন শেষ চারেই। আত্মবিশ্বাসী কোচ গ্যারেকা। 

এদিকে  পেরুর কোচ রিকার্ডো গ্যারেকা বলেন, আমরা নিজেদের ভুল শুধরে নেয়ার সুযোগটা কাজে লাগাতে চাই। ব্রাজিলের শক্তিমত্তা নিয়ে কোন সন্দেহ নেই তবে আমার দলের উপর পূর্ণ আস্থা আছে।

আগের ম্যাচে লাল কার্ড দেখায় দলটির সর্বোচ্চ গোল দাতা আন্দ্রে কারিলোকে পাচ্ছেনা পেরু। 

পরিসংখ্যান সাম্প্রতিক পারফরম্যান্স সবখানেই এগিয়ে ব্রাজিল। মুখোমুখি ৪৬ দেখায় ৩৩ জয়ের বিপরীতে মাত্র ৫ হার সর্বাধিক বিশ্বকাপ জয়ীদের।

কোপা আমেরিকায় ১২ মোকাবেলায় ৮টিতেই জিতেছে সেলেসাওরা। ২ হার আর ড্র বাকী দু ম্যাচ।

তবে যে দু ম্যাচে হেরেছে ব্রাজিল তাতে অল্টারনেটিভ জার্সিতে নেমেছিলো পেরু। তবে কি প্রথম সেমিফাইনালে পরিবর্তিত জার্সিতে দেখা যাবে পেরুভিয়ানদের?

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন কোপার | প্রথম | সেমিতে | ব্রাজিলের | প্রতিপক্ষ | পেরু