আর্কাইভ থেকে করোনা ভাইরাস

বিধিনিষেধ তুলে নিলে করোনার নতুন ভ্যারিয়েন্ট ফ্যাক্টরি হবে ব্রিটেন

বিধিনিষেধ তুলে নিলে করোনার নতুন ভ্যারিয়েন্ট ফ্যাক্টরি হবে ব্রিটেন

করোনার সব বিধি নিষেধ উঠিয়ে নেওয়া হলে ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ফ্যাক্টরিতে পরিণত হবে ব্রিটেন। দেশটিকে এ সতর্কতা দিয়েছে বিজ্ঞানীরা।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায়, ইতোমধ্যে করোনার ডেল্টা ধরনে সংক্রমণ আবারো বাড়তে শুরু করেছে ব্রিটেনে। এরপরও দেশটির স্বাস্থ্য মন্ত্রী সাজিদ জাভিদ বলেছেন, নাগরিকদের সুরক্ষায় ১৯ জুলাই থেকে করোনার বিধি-নিষেধ তুলে নেবে ব্রিটিশ সরকার।

ব্রিটেনের আবাসন মন্ত্রী রবার্ট জেনরিক জানিয়েছেন, ১৯ জুলাই থেকে পুরোপুরি লকডাউন তুলে দেওয়ার কথা ভাবছে সরকার। এবার সাধারণ মানুষের হাতে দায়িত্ব তুলে দেওয়া হবে। প্রয়োজনীয়তা বুঝে মাস্ক পরার দায়িত্ব জনগণকেই নিতে হবে বলে ও জানান তিনি।

তবে লকডাউন তুলে নেওয়ার আগে ১২ জুলাই পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করবে কর্তৃপক্ষ। টিকার কার্যকারিতা, হাসপাতলে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ও করোনার নতুন ধরনটি সম্পর্কে সর্বশেষ তথ্যের ওপর ভিত্তি করেই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে ব্রিটিশ সরকার।

গেল মাসে লকডাউন তুলে দেওয়ার কথা থাকলেও পরিস্থিতি বিবেচনা করে ১৯ জুলাই পর্যন্ত তা স্থগিত রাখা হয়।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন বিধিনিষেধ | তুলে | নিলে | করোনার | নতুন | ভ্যারিয়েন্ট | ফ্যাক্টরি | হবে | ব্রিটেন