বায়ান্ন ডেস্ক ২০ জুন ২০২২, ১১:৩৪
প্রথমবারের মত দেশের মাটিতে কোন বিদেশি দলের সঙ্গে খেলতে যাচ্ছে বাংলাদেশ রাগবি দল। প্রতিপক্ষ নেপাল।
আগামীকাল মঙ্গলবার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও নেপালের মধ্যে তিন ম্যাচের বঙ্গবন্ধু বাংলাদেশ-নেপাল আন্তর্জাতিক রাগবি সিরিজ। উদ্বোধনী দিনেই তিন ম্যাচের প্রথম দুটি সেভেন সাইড ম্যাচ অনুষ্ঠিত হবে। বুধবার অনুষ্ঠিত হবে ফিফটিন সাইড ম্যাচ। তিন ম্যাচের ফলাফলের ভিত্তিতে নির্ধারিত হবে সিরিজ।
বাংলাদেশ রাগবি ইউনিয়নের আয়োজনে এবং হামিম গ্রুপের পৃষ্ঠপোষকতায় আর্ন্তজাতকি এই রাগবি সিরিজ হচ্ছে।