Bayanno Tv
বৃহস্পতিবার, ০৬ মে ২০২১, ২৩ বৈশাখ ১৪২৭
×

৭ বছর পর চ্যাম্পিয়নস লিগের সেমিতে চেলসি

  বায়ান্ন স্পোর্টস ডেস্ক ১৪ এপ্রিল ২০২১, ১১:৫২

সংগৃহীত

প্রথম লেগে বড় জয়ের সুবাদে দ্বিতীয় লেগে পরাজয়ের পরও ইউরোপ শ্রেষ্ঠত্বের লড়াই তথা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছে ইংলিশ জায়ান্ট চেলসি। এতে করে দীর্ঘ ৭ বছর পর টুর্নামেন্টটির সেমিতে নাম লেখালো ব্লুজরা। 

প্রথম লেগে পোর্তোকে ০-২ গোলে হারিয়ে অর্ধেক কাজ আগেই সেরে রাখে চেলসি। ফিরতি পর্বে শেষ সময়ের গোলে হারলেও সেমিফাইনালে জায়গা করে নিতে সমস্যা হয়নি টমাস টুখেলের শীষ্যদের।

মঙ্গলবার রাতে নিরপেক্ষ ভেন্যু সেভিয়ায় কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে শেষ মুহূর্তের গোলে ১-০ গোলে হারে চেলসি। কিন্তু দুই লেগ মিলিয়ে ২-১ গোলের অগ্রগামিতায় ৭ বছর পর চ্যাম্পিয়নস লিগের শেষ চারে জায়গা করে নিয়েছে ইংলিশ দলটি। যেখানে তারা খেলবে রিয়াল মাদ্রিদ অথবা লিভারপুলের মধ্যে জয়ী দলের বিপক্ষে।
 
গত ২৭ জানুয়ারি চেলসির ভীষণ বাজে সময়ের মধ্যে দায়িত্ব নেন টুখেল। এরপর থেকে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৮ ম্যাচের মধ্যে মাত্র দুটি ম্যাচে পরাজয়ের মুখ দেখলো দলটি। লিগ টেবিলে তারা উঠে এসেছে শীর্ষ পাঁচে। আগামী শনিবার এফএ কাপের সেমিফাইনালে খেলবে ম্যানচেস্টার সিটির বিপক্ষে।

এএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ সৈয়দ আশিক রহমান
বেঙ্গল টেলিভিশন লিমিটেড

৪৩৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।