Connect with us

ক্রিকেট

মাশরাফীর কারণেই প্রথমবার ফাইনালে সিলেট

Published

on

বিপিএলে দীর্ঘ এক দশক ধরে সিলেটবাসীর জন্য সময়টা মোটেও ভালো যাচ্ছিল না। আগের আট আসরে কয়েকবার ফ্রাঞ্চাইজিতে পরিবর্তন করেও শিরোপা তো দূরে থাক; কখনো ফাইনালে পর্যন্ত পৌঁছাতে পারেনি। তবে এবার সব ইতিহাস পাল্টে গেল নিমিষেই। নড়াইল এক্সপ্রেস মাশরাফীর হাতে দায়িত্ব তুলে দিয়েই বাজিমাত করল সিলেটের ফ্রাঞ্চাইজিটি।

বিপিএলে রেকর্ড চারবারের চ্যাম্পিয়ন দলের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। ঢাকা, কুমিল্লা ও রংপুরকে শিরোপা জিতিয়ে এবার সিলেটের হয়ে হাল ধরেছেন দেশসেরা এই অধিনায়ক। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে শেষ পর্যন্ত স্নায়ু ধরে রেখে সিলেটকে নিয়ে গেছেন ফাইনালে।

ম্যাশের হাত ধরে এবার শিরোপা জয়ের হাতছানি সিলেট স্ট্রাইকার্সের। তাই সিলেটের ভক্ত সমর্থকরা ছাড়াও অগণিত ক্রিকেটপ্রেমী অধীর আগ্রহে বসে ছিলেন প্রিয় তারকা ফাইনাল নিয়ে কি ভাবছেন তা জানার জন্য। কিন্তু কাজের ব্যস্ততায় নড়াইলে গিয়েছিলেন মাশরাফী।

তাই ফাইনালের আগের সংবাদ সম্মেলনে সিলেট স্ট্রাইকার্সের হয়ে কথা বলার জন্য আসেন ওপেনার নাজমুল হোসন শান্ত। বাঁহাতি এই ব্যাটার গণমাধ্যমে কথা বলতে এসে শুধু মাশরাফীর প্রশংসাই করেননি, সিলেটের এতদূর আসার পেছনে তার ভূমিকা ও অবদান যথেষ্ট বলেই মনে করেন।

এবার বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক এই ব্যাটার বলেন, মাশরাফি ভাই অনেক সাহসী। এই সাহসটা তার অনেক বড় শক্তির জায়গা। সব সময় খেলোয়াড়দের সমর্থন দেন। স্বাধীনতা দেন। খারাপ ও ভাল সময়ে তাদের পাশে থাকেন। তাতে করে দলের পরিবেশটা খুব ভালো থাকে। এই কারণেই মনে হয় আমরা ফাইনালে এসেছি।

Advertisement

ফাইনালে সিলেট দলের ভাবনা, লক্ষ্য ও প্রত্যাশা নিয়ে শান্ত জানান, সিলেট আগে কখনও ফাইনালই খেলেনি। আমরা যদি সিলেটকে প্রথম শিরোপা উপহার দিতে পারি সেটা খুবই ভালো হবে। সিলেটবাসীর জন্য খুব বড় অর্জন হবে। তারা একটা ভালো লাগার উপলক্ষ্য পাবেন।

শিরোপার লড়াইয়ে সিলেটের প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স কাগজে-কলমে অনেক এগিয়ে। দলে রয়েছেন টি-টোয়েন্টি ফরম্যাটের তিন নামিদামি ও অতি কার্যকর পারফরমার আন্দ্রে রাসেল, সুনিল নারিন ও মঈন আলীর মত খেলোয়াড়। তাই ফাইনালে ফেবারিটের তকমা কুমিল্লার গায়েই।

তবে শান্ত নিজেদের আন্ডারডগ ভেবে মাঠে নামতে নারাজ। প্রতিপক্ষ কুমিল্লার লাইনআপ নিয়ে না ভেবে নিজেদের লক্ষ্য-পরিকল্পনার দিকেই জোর দিচ্ছেন তিনি। জাতীয় দলের এই ওপেনার বলেন, যাদের বিপক্ষে ফাইনাল খেলবো, সেই দলে অনেক বিশ্বমানের ও নামি দামি তারকা আছেন। তবে তা নিয়ে ভাবছি না আমরা। আমরা চাই নিজেদের লক্ষ্য ও পরিকল্পনাগুলোর বাস্তবায়ন করতে ও সঠিক সময় সামর্থ্যের প্রয়োগ ঘটাতে।

ক্রিকেট

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

Published

on

যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টসে হেরে ব্যাট করবে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের প্রেইরি ভিউতে মুখোমুখি হয়েছে দুই দল।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র দুই দল নিজেদের সর্বশেষ সিরিজ জিতেছে। জিম্বাবুয়ের বিপক্ষে ৪-১ এর ব্যবধানে ম্যাচ জেতে টাইগাররা। অন্যদিকে কানাডার বিপক্ষে ৪-০ তে সিরিজ জেতে যুক্তরাষ্ট্র। বিশ্বকাপের আগে দুই দলের জন্যই শেষ সিরিজ এটি।

 

বাংলাদেশ একাদশ: লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

যুক্তরাষ্ট্র স্কোয়াড: মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), স্টিভেন টেইলর, অ্যারন জোন্স , অ্যান্ড্রিস গাউস, কোরি অ্যান্ডারসন, আলি খান, হারমিত সিং, জেসি সিং,  নিতিশ কুমার, নশতুশ কেনজিগে, সৌরভ নেথ্রালভাকার।

Advertisement

 

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

ক্রিকেট

“বয়সের জন্য কেউ ছাড় দেবে না”

Published

on

সাবেক ভারতীয় ও চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে এখনো মাঠে দেখে মুগ্ধ হতে হয়। খেলার কথা ছিলো না আইপিএলের চলতি মৌসুম। কিন্তু ঠিকই মাঠে দেখা গেছে তাকে। ব্যাট হাতেও দরকারে বেশ পারফর্ম করেছেন তিনি। বয়সটা বলছে ৪২, এর জন্য তিনি কোনো ছাড় পান না- সে কথাও মনে করিয়ে দিয়েছেন ধোনি।

আইপিএলের এবারের মৌসুমে অধিনায়কত্ব করছেন না। সেই দায়িত্ব উঠেছে রুতুরাজ গায়কোয়াড়ের কাঁধে। প্লে-অফ নিশ্চিত হয়নি চেন্নাইয়ের, তবে দলের জন্য ধোনি ভূমিকা রেখেছেন নানাভাবে।

সম্প্রতি ধোনি একটি সাক্ষাৎকার দিয়েছেন। তিনি বলেছেন, “সবচেয়ে কঠিন ব্যাপারটা হচ্ছে, আমি বছর-জুড়ে ক্রিকেট খেলি না। তো আমার ফিট থাকতে হয়। আমি যখন আসি, আপনাকে তরুণদের সাথে প্রতিযোগিতা করতে হয়, যারা ফিট এবং আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। পেশাদার খেলা আসলে সহজ নয়, আপনাকে বয়সের জন্য কেউ ছাড় দেবে না।”

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় বলার পর নানাভাবে দিন কাটছে ধোনির। পরিবারের সাথে সময় দেওয়া, চাষাবাদ করা, পুরোনো গাড়ি চালানো- এমন নানা কিছু হতাশা থেকে দূরে রাখে এই সাবেক ভারতীয় ক্রিকেটারকে।

 

Advertisement

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

ক্রিকেট

আফগানিস্তানের বোলিং পরামর্শক ব্রাভো

Published

on

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বোলিং পরামর্শক হিসেবে ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোকে নিয়োগ দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। আফগান দল ইতোমধ্যে সেন্ট কিটস ও নেভিসে পৌঁছে গেছে। সেখানে ১০ দিনের প্রস্তুতি ক্যাম্প করার কথা দলটির। যেখানে যোগ দেওয়ার কথা আছে ব্রাভোর।

ব্রাভো, যিনি টি-টোয়েন্টি বিশ্বকাপ-জয়ী ওয়েস্ট ইন্ডিজ দলের অংশ ছিলেন দুইবার। ২০২১ বিশ্বকাপ শেষ করে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি জানান তিনি। এ বছরের শুরুতে তিনি আইএল-টি টোয়েন্টি খেলেছেন। টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারি বোলার তিনি, ৫৭৩ ম্যাচ খেলে সংগ্রহ করেছেন ৬২৫ টি উইকেট।

তার খেলার অভিজ্ঞতা আছে। কিন্তু এর বাইরে আইপিএল থেকে অবসরে যাওয়ার পর চেন্নাই সুপার কিংসের বোলিং কোচ হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন তিনি।

আগামী মে মাসের ২৯ তারিখ, ওমানের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে আফগানিস্তান। দলটি গ্রুপ সি’তে রয়েছে। যেখানে ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি, উগান্ডা আছে তাদের গ্রুপ সতীর্থ হিসেবে।

আরেক ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার কাইরন পোলার্ড, তিনি বিশ্বকাপ উপলক্ষ্যে সহকারী কোচ হিসেবে ইংল্যান্ড দলের সাথে থাকবেন বলে জানা যায়।

Advertisement

 

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত

Exit mobile version