Connect with us

ফুটবল

রাশফোর্ডের জোড়া গোলে জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড

Published

on

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে লেস্টার সিটির বিপক্ষে বড় ব্যবধানে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। মার্কোস রাশফোর্ডের জোড়া গোলে ৩-০ গোলের বড় জয় পেয়েছে রেড ডেভিলসরা।

খেলা শুরু ২৫ মিনিটে প্রথম গোল করেন ইংলিশ স্ট্রাইকার। এরপর দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে দুর্দান্ত ছন্দে থাকা দলকে ২-০ গোলে এগিয়ে নেন তিনি। বদলি নেমে ৬১ মিনিটে দলকে ৩-০ গোলের লিড এনে দেন জাদন সানকো।

চলতি মৌসুমে ২৪ ম্যাচে ১৪ গোলের মালিক হলেন রাশফোর্ডের, সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৫ ম্যাচ খেলে করেছেন ২৪টি গোল। এর মধ্যে ইপিএলে সর্বশেষ ১০ ম্যাচে ১০ গোল করেছেন রাশফোর্ড। আর ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ১৭ গোল করেছেন তিনি। ২০১১-১২ সালে ওয়েইন রুনির ১৯ গোলের পর ঘরের মাঠে ইউনাইটেডের আর কোনো ফুটবলার এত গোলের দেখা পাননি।

 

 

Advertisement

ফুটবল

ইসরায়েলকে ফুটবলে নিষিদ্ধের দাবিতে ভোট

Published

on

ইসরায়েলকে আন্তর্জাতিক ফুটবলে নিষিদ্ধের দাবি উঠেছে। ফিফায় এ বিষয়ে ফিলিস্তিন থেকে চিঠি দেওয়া হয়েছিল এর আগে। সেসময় এশিয়ান ফুটবল ফেডারেশন (এএফসি) থেকে সমর্থন করা হয়েছিল ফিলিস্তিনের দাবিকে। আজ (শুক্রবার) ফিফা কংগ্রসে উক্ত বিষয়ে ভোট হওয়ার কথা রয়েছে।

ইসরায়েল ও ফিলিস্তিনের চলমান সংকট গত ৮ মাস ধরে চলছে। জানা যায় এই সময়ে ৩৫ হাজারের বেশি মানুষ মারা গেছে। মানবাধিকার লঙ্ঘনের এক প্রকাশ্য উদাহরণ এটি। যেখানে এএফসি থেকেও সমালোচনা করা হয়েছে এবং ফিলিস্তিনকে সমর্থন দেওয়া হয়েছে। নিজেদের জায়গা থেকে ইসরায়েলকে ফুটবলে নিষিদ্ধ করতে চায় এএফসিও।

সংগঠনটির সভাপতি সালমান বিন ইব্রাহিম আল খলিফা জানিয়েছেন, “এএফসি ও ফিফা তাদের সদস্য রাষ্ট্রের মতোই শক্তিশালী। যখন কেউ একজন ক্ষতিগ্রস্ত হয়, তখন বাকিদের উপরও সেটার প্রভাব পড়ে। তাই এএফসি ঐকমত্য পোষণ করছে ফিলিস্তিন এফএ’র সাথে। ফিফার নিয়ম ও আইন অনুযায়ী ফিলিস্তিনের ফুটবল যে ধরনের সংকটের মুখোমুখি হয়েছে, তার স্থায়ী সমাধান দাবি করছি।”

ফিলিস্তিনে ফুটবলের বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। যেখানে ফুটবলার, কোচ, কর্মকর্তাদের মৃত্যুর খবরও উঠে এসেছে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, “ফিলিস্তিনে এখন যা চলছে তাতে আমরা সবাই ভুগছি। আমরা দূর থেকে ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনা জানাতে পারি। আমরা স্মরণ করি বিশ্বের সকল নির্যাতিত শিশুদের। যদিও ফুটবল এসব ব্যাপারে খুব অল্প কিছুই করতে পারে। তবে সবাইকে একসাথে করতে পারে ফুটবল।”

 

Advertisement

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

ফুটবল

বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে ব্রাজিল

Published

on

ইতিহাস গড়ল ব্রাজিল। প্রথমবারের মতো কোনো দক্ষিণ আমেরিকার দেশ হিসেবে নারী বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে দেশটি। আগামী ২০২৭ সালে অনুষ্ঠিত হবে ফিফা উইমেন’স বিশ্বকাপ। যেখানে ইউরোপের ৩ টি দেশ আয়োজক হিসেবে থাকার চেষ্টা করেছে। তবে ভোটাভুটি শেষে ব্রাজিলের হাতেই দায়িত্ব দেওয়া হলো।

শুক্রবার (১৭ মে) সিঙ্গাপুরের ব্যাংককে অনুষ্ঠিত হয় ফিফার বার্ষিক কংগ্রেস। যেখানে বিপুল ভোটাভুটির আয়োজন হয়। বিশ্বকাপ আয়োজনের দৌড়ে ব্রাজিল ছাড়াও বেলজিয়াম, নেদারল্যান্ডস, জার্মানি (বিএনজি)- এই তিন দেশ ছিল। তারা চেয়েছিল নিজেদের যৌথ আয়োজনে টুর্নামেন্টটি করতে।

ভোটাভুটির দিকে তাকালে দেখা যায়, ব্রাজিল ১১৯ টি ভোট পেয়েছে। অন্যদিকে ইউরোপের তিন দেশের যৌথ আয়োজনে ৭৮ টি ভোট পড়ে। প্রথমবারের মতো লাতিন আমেরিকার আয়োজনে নারী বিশ্বকাপ হবে। এ ব্যাপারে ফিফা সভাপতি জানিয়েছেন, “ব্রাজিলকে অভিনন্দন। ব্রাজিলে আমাদের সেরা একটি বিশ্বকাপ হবে। সেই সাথে বিএনজি’কেও ধন্যবাদ জানাই। তারা ভোটে দারুণ ছিল।”

 

এম/এইচ

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

ফুটবল

সবচেয়ে বেশি আয় ফুটবলার রোনালদোর

Published

on

বিশ্বে সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদ ক্রিস্টিয়ানো রোনালদো। চতুর্থবারের মতো তালিকার শীর্ষে এই ফুটবলার। ফোর্বস খেলোয়াড়দের আয়ের তালিকা প্রকাশ করে থাকে। সম্প্রতি সেখানে দেখা যায়, রোনালদো গত এক বছরে ২৬ কোটি মার্কিন ডলার আয় করেছেন। বাংলাদেশি মুদ্রায় তা ৩ হাজার ৪৭ কোটি টাকারও বেশি।

ক্রীড়াবিদের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন স্পেনের গলফার জন রাম, তৃতীয় স্থানে আর্জেন্টিনা ফুটবলার লিওনেল মেসি। সাধারণত খেলোয়াড়দের বেতন, বোনাস, স্পনসর- ইত্যাদি বিবেচনা করা হয় উক্ত আয়ের তালিকা করতে। সৌদি আরবের ক্লাব আল নাসরে ২০২৩ সালে যোগ দেন রোনালদো। যেখান থেকে বছরে ২০ কোটি মার্কিন ডলার বেতন পান তিনি। এছাড়াও মাঠের বাইরে থেকে বিভিন্ন বিজ্ঞাপন এবং স্পনসর থেকে ৬ কোটি মার্কিন ডলার আয় তার।

এদিকে গলফার রামের বার্ষিক আয় ২১ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। অন্যদিকে তৃতীয় স্থানে থাকা মেসি যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামি থেকে বছরে সাড়ে ৬ কোটি মার্কিন ডলার আয় করেন। এছাড়াও বিভিন্ন কোম্পানির সাথে চুক্তি এবং স্পনসর থেকে ৭ কোটির মতো আয় আছে তার। মোট আয়ের দিকে তাকালে প্রায় সাড়ে ১৩ কোটির মতো আয় আছে এই ফুটবলারের।

 

এম/এইচ

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত

Exit mobile version