নতুন বছরে সঙ্গীকে কী উপহার দেবেন

নতুন বছর শুরু হতে আর মাত্র একদিন বাকী। অনেকেই ইংরেজি নববর্ষ উদযাপনে নানা ধরনের পরিকল্পনা করেছেন। কেউ কেউ প্রিয়জনকে কী উপহার দেবেন তা নিয়েও ভাবছেন। সেক্ষেত্রে দেখে নিতে পারেন এ উপহারগুলো। যেমন-

ডায়েরি : আপনার সঙ্গী যদি গোছানো ধরনের হয় এবং সব কাজ পরিকল্পনা অনুযায়ী করতে পছন্দ করেন তাহলে তাকে সুন্দর একটি ডায়েরি উপহার দিতে পারেন। দৈনন্দিন কাজ কিংবা আগামী দিনের পরিকল্পনা তিনি ওই ডায়েরিতে লিখে রাখতে পারেন। তাছাড়া, এটা থেকে বোঝা যাবেন আপনি আপনার সঙ্গীর কতটা খেয়াল রাখেন। তবে ডায়েরিটা যেন খুব সাধারণ না হয় সেদিকে লক্ষ্য রাখুন।

ফটো ফ্রেম : নিজেদের সুন্দর মুহূর্ত ফ্রেমবন্দী করে রাখার মতো আনন্দের কিছু নেই। আপনাদের প্রিয় মুহূর্তের কিছু ছবি প্রিন্ট করে ফ্রেমবন্দী করে সঙ্গীকে উপহার দিতে পারেন। সঙ্গে ভালোবাসার কিছু পংক্তিমালাও যোগ করে দিতে পারেন। এটা থেকে নিশ্চয়ই আপনার প্রিয় মানুষটির মুখে হাসি ফুটে উঠবে।

ইনডোর প্ল্যান্ট : আপনার সঙ্গী যদি প্রকৃতি ভালোবাসেন তাহলে তার জন্য ঘরে রাখা যায় এমন কিছু ইনডোর প্ল্যান্ট উপহার দিতে পারেন। এ উপহারে সঙ্গীর প্রতি আপনার ভালোবাসা প্রকাশ পাবে।

গরম পোশাক : নতুন বছর শুরু হয় ঠান্ডার মধ্যে। সেক্ষেত্রে প্রিয়জনকে গরম কাপড়ও উপহার দিতে পারেন। এজন্য জ্যাকেট, মাফলার, গ্লালভ, মোজা কিনতে পারেন।

শুকনো ফল : একজন আরেকজনের খেয়াল রাখা, সুস্বাস্থ্য নিয়ে ভাবার মাধ্যমে ভালোবাসা প্রকাশ পায়। সেজন্য সঙ্গীকে চাইলে এক প্যাকেট শুকনো ফল যেমন- বিভিন্ন ধরনের বাদাম, কিশমিশ উপহার দিতে পারেন। এটি আপনার সঙ্গীকে স্বাস্থ্যকর খাবার খেতে উৎসাহী করবে।

ডার্ক চকোলেট : যদি আপনার সঙ্গী চকোলেট পছন্দ করেন তাহলে তাকে এক বাক্স ডার্ক চকোলেট উপহার দিতে পারেন। আজকাল নানা ধরনের ডিজাইন করা বাক্সে ডার্ক চকোলেট পাওয়া যায়। এর মধ্য থেকে বেছে সুন্দর দেখতে কোনো বাক্সভর্তি ডার্ক চকোলেট উপহার দিতে পারেন সঙ্গীকে।

হেডফোন : আপনার সঙ্গী যদি গান শুনতে পছন্দ করেন তাহলে তাকে ভালো মানের হেডফোন উপহার দিতে পারেন।

মগ : আপনার সঙ্গী যদি কফি পছন্দ করেন তাহলে তাকে আকর্ষণীয় একটি কফি মগ উপহার দিতে পারেন।

আরামদায়ক কেডস : শীতের সকালে আরামদায়ক কেডস পড়ে হাঁটার আনন্দই অন্যরকম। আপনার সঙ্গী যদি হাঁটতে পছন্দ করেন তাহলে তাকে হাল ফ্যাশনের কোনো আরামদায়ক কেডস উপহার দিতে পারেন। সূত্র : বোল্ড স্কাই

Recommended For You

About the Author: Bayanno Digital

Exit mobile version