ঢাকা মেডিকেলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সরোয়ার কামাল লিটন (৫৬) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে ঢাকা মেডিকেলে।  

মঙ্গলবার (২৪ আগস্ট) রাত ২টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার ( কেরানীগঞ্জ) থেকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) কারারক্ষী মো. ফয়সাল জানান, ময়মনসিংহ জেলার হত্যা মামলার মৃত্যুদণণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন তিনি। তার বাবার নাম ফজলুল করিম। তার কয়েদি নম্বর ১১৪৮/এ।

চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। এর আগেও তাকে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করানো হয়েছিল।

মঙ্গলবার সকালে তাকে ঢাকা মেডিকেলে ডাক্তার দেখানো হয়। তবে তাকে ভর্তি রাখা হয়েছিল না। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলে কারাগারে নিয়ে আসা হয়। তবে রাতে তার অবস্থার আবার অবনতি হলে পরে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
 
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহটি মর্গে রাখা হয়েছে।

মুক্তা মাহমুদ

Recommended For You

Exit mobile version