তামিমের সিদ্ধান্তে হতবাক বিসিবি

তামিম ইকবাল আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাড়ানোর ঘোষণায় হতবাক হয়েছেন বিসিবির নির্বাচকরা।

নির্বাচক প্যানেলের এক সদস্য বলেন, ‘তামিম এমন সিদ্ধান্ত অবাক করার মতোই। তার সিদ্ধান্তকে সম্মান জানাতে হবে। সে তার জায়গায় দাঁড়িয়ে যেটি সঠিক মনে করেছে সেটিই করেছে।’

তিন সংস্করণেই বাংলাদেশ দলের ওপেনিং জুটি আতস কাঁচের নিচে। তামিম ইকবাল টেস্ট আর ওয়ানডেতে নিজেকে মেলে ধরলেও টি-টোয়েন্টির বেলায় আশানুরূপ খেলাটা দিতে পারেনি।

গত ৩২ মাসে বাংলাদেশ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে ২২টি, জিতেছে ১২টিতে। এই ২২ ম্যাচের মাত্র তিন ম্যাচে মাঠে ছিলেন তিনি। বিশ্বকাপের আগে টানা চার সিরিজে ব্যক্তিগত ছুটি আর চোট মিলিয়ে তামিম অনুপস্থিত। অনেকেই ধারণা করছিলেন বিশ্বকাপ স্কোয়াডে দেখা যাবে তাকে। অভিজ্ঞতার বিচারে টিকে যাবেন তিনি। বিশ্বকাপের জন্য তামিমকে রেখে ৩০ সদস্যের প্রাথমিক দলও তৈরি করেছেন নির্বাচকরা। তবে তামিম আজ হঠাত করেই জানিয়ে দেন তার সিদ্ধান্ত।

তামিমকে ছাড়া বিশ্বকাপ স্কোয়াড, বিশেষ করে ওপেনিং জুটি বেছে নিতে কতটা বেশ পেতে হবে নির্বাচকদের? সেই নির্বাচক জানালেন, ‘আমরা যে কাজ করি সেটি সবসময়ই কঠিন। খুব সহজ না। সবকিছু মিলিয়েই কাজ করতে হয়। তবে সে না থাকলেও তো আমাদের প্রক্রিয়া চালিয়ে যেতে হবে। সেভাবেই চলবে।’

এমএম

Recommended For You

Exit mobile version