ক্রিকেট

মুক্তি পেলেন লামিচানে, সুযোগ আছে বিশ্বকাপে

মুক্তি পেলেন লামিচানে, সুযোগ আছে বিশ্বকাপে
নেপাল ক্রিকেটার সন্দীপ লামিচানেকে নির্দোষ ঘোষণা করেছে আদালত। কাঠমান্ডু ডিস্ট্রিক্ট আদালত চলতি বছরের জানুয়ারি মাসে এই ক্রিকেটারকে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছিল। তবে পাতান হাইকোর্টের নতুন সিদ্ধান্ত মোতাবেক ছাড়া পাচ্ছেন তিনি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের নেপাল দলে খেলতেও এই লেগ স্পিনারের কোনো বাঁধা রইলো না। ২০২২ সালে নেপালে এক তরুণী ধর্ষণের অভিযোগ আনা হয় লামিচানের উপর। এই ঘটনা সাপেক্ষে ৮ বছরের কারাদণ্ড আরোপ করা হয়েছিল তার বিরুদ্ধে। বিষয়টি নিয়ে নানা আলোচনা হয়েছে। অনেকরকম সিদ্ধান্ত এসেছে পক্ষে-বিপক্ষে। তবে পাতান হাইকোর্টের এই নতুন সিদ্ধান্ত এখন বলবৎ থাকছে, যেখানে মুক্তি মিলছে এই আলোচিত ক্রিকেটারের। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করেছে নেপাল। তবে আগামী ২৫ মে'র আগে সুযোগ থাকবে দলে যে কাউকে যুক্ত করার। ফলে লামিচানেকে সুযোগ দেওয়ার ব্যাপারটি নতুন করে আলোচনায় এসেছে। নেপালের হয়ে ৫১ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন লামিচানে। যেখানে ৯৮ টি উইকেট সংগ্রহ করেছেন তিনি। নেদারল্যান্ডসের বিপক্ষে আগামী ৪ মে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ-যাত্রা শুরু করবে নেপাল।   এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন মুক্তি | পেলেন | লামিচানে | সুযোগ | আছে | বিশ্বকাপে