বাংলাদেশ

ফ্ল্যাটে ওবায়দুল কাদের আছে সন্দেহে তল্লাশি, মিলল স্ত্রীর ভাই

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের হালিশহর থানার শান্তিবাগ এলাকার একটি ফ্ল্যাটে ওবায়দুল কাদের আছেন, এমন সন্দেহে গেলো শনিবার রাতে সেখানে তল্লাশি চালায় পুলিশ। তবে ওই ফ্ল্যাটে ওবায়দুল কাদেরকে পাওয়া না গেলেও তার স্ত্রীর বড় ভাই নুরুল হুদাকে পাওয়া যায়। তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে ১৬ ঘণ্টা পর ছেড়ে দেয়া হয়।

রোববার (১০ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ গণমাধ্যমকে এসব কথা বলেন। 

তিনি বলেন, গেলো শনিবার মধ্যরাতে ওবায়দুল কাদের স্ত্রীর বড় ভাইকে শান্তিবাগ এলাকা থেকে পুলিশের জিম্মায় নেয়া হয়। তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তার কাছে কোনো তথ্য না থাকায় বিকেলে ছেড়ে দেয়া হয়েছে। বিকেলে নুরুল হুদাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়।

পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে নুরুল হুদার কাছে তেমন তথ্য পাওয়া যায়নি। নুরুল হুদা জানিয়েছেন ৫ আগস্টের পর থেকে তার সঙ্গে ওবায়দুল কাদেরর কোনো যোগাযোগ নেই।

উল্লেখ্য, পুলিশের কাছে শনিবার মধ্যরাতে খবর আসে, ওবায়দুল কাদের চট্টগ্রামের হালিশহরের শান্তিবাগ এলাকায় অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে শান্তিবাগ এলাকার বাড়িটিতে অভিযান চালানো হয়। তবে সেখান থেকে ওবায়দুল কাদের স্ত্রীর বড় ভাইকে পাওয়া যায়।

এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন সন্দেহে | তল্লাশি