খেলাধুলা

সাকিব-তামিম-মুশফিক ছাড়া ১৮ বছর পর ওয়ানডেতে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে ৩০১তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ। বাংলাদেশ যখন ওয়ানডে ম্যাচ খেলেছে তামিম ইকবাল, সাকিব আল হসান বা মুশফিকুর রহিম- কেউ একজন একাদশে ছিলেন- লম্বা সময় ধরে এমনটাই দেখা গেছে।

পরিসংখ্যান বলছে, বাংলাদেশের টানা ৩১০ টি ওয়ানডে ম্যাচে তামিম, সাকিব বা মুশফিক- কেউ একজন ছিলেন। সময় দিয়ে হিসাব করলে তা ১৮ বছরের বেশি। সবশেষ ২০০৬ সালের পর এবারই প্রথমবারের মতো তামিম, সাকিব বা মুশফিককে ছাড়া ওয়ানডে খেলতে নেমেছে বাংলাদেশ।

সিরিজের প্রথম ওয়ানডেতে উইকেটকিপিং করতে গিয়ে চোটে পড়েন মুশফিক। এরপর পুরো সিরিজ থেকেই ছিটকে যান তিনি। ফলে আজ মুশফিকের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন জাকের আলী অনিক।

সাকিব ও মুশফিকের ওয়ানডে অভিষেকের আগের ম্যাচটি ২০০৬ সালের ৪ আগস্ট অনুষ্ঠিত হয়েছিল। জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচটি ওয়ানডে ম্যাচের সিরিজ ছিল সেটি। সেই সিরিজের পঞ্চম ম্যাচে সাকিব ও মুশফিকের একসাথে ওয়ানডে অভিষেক হয়।

সাকিব ও মুশফিকের ওয়ানডে অভিষেকের পর তামিমে অভিষেক হয়। জিম্বাবুয়ের বিপক্ষেই ২০০৭ সালের ৯ ফেব্রুয়ারি হারারেতে।

তামিম অভিষিক্ত হওয়ার পর চলতি সিরিজের প্রথম ওয়ানডে পর্যন্ত বাংলাদেশ যে ৩১০ টি ম্যাচ খেলেছে, এরমধ্যে ১৮০ ম্যাচে তামিম, সাকিব ও মুশফিক একসাথে খেলেছেন।

আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের সামনে জয় ব্যতীত সিরিজ বাঁচানোর উপায় নেই। টসে জিতে এখন ব্যাট করছে টাইগাররা।

এম এইচ//

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন বাংলাদেশ | আফগানিস্তান | ওয়ানডে | সাকিব আল হাসান | তামিম ইকবাল | মুশফিকুর রহিম