সাংবাদিক নেতার ব্যাংক হিসাব তলব কেন : তথ্যমন্ত্রী

সাংবাদিক নেতাদের যে ব্যাংক হিসাব তলব করা হয়েছে সেটি আপনাদের মতো আমিও পত্রিকার পাতায় দেখেছি। আমিও এ বিষয়ে খোঁজখবর নেয়ার চেষ্টা করেছি। এটা কেন হলো সেটা আমার বড় প্রশ্ন। বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভায় তিনি এ প্রশ্ন করেন।

হাছান মাহমুদ বলেন, সরকার অবশ্যই যে কারো ব্যক্তিগত ব্যাংক হিসাব তলব করতেই পারে। এমডিদের ব্যাংক হিসাব তলব করা হয়, রাজনৈতিক নেতাদের তলব করা হয় আবার ব্যবসায়ীদেরও তলব করা হয়। কিন্তু কেন সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব তলব করা হলো, এটা আমার কাছে বড় প্রশ্ন।

তিনি বলেন, আমি মনে করি এতে উদ্বেগের কোনও কারণ নেই। যে  সাংবাদিকের ব্যাংক হিসাব তলব করা হয়েছে তাদের আমি ব্যক্তিগতভাবে জানি এবং চিনি। তাদের আর্থিক অবস্থা সম্পর্কেও আমার জানা আছে। যাদের ব্যাংক হিসাব চাওয়া হয়েছে তারা হয়তো পরে বুঝতে পারবেন কেন তাদের তলব করা হয়েছে।

উল্লেখ্য, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদকসহ চার সংগঠনের ১১ সাংবাদিক নেতার ব্যাংক হিসাব তলব করা হয়েছে।

Recommended For You

Exit mobile version