আর্কাইভ থেকে জাতীয় পার্টি

সরকারের হাতে টাকাও নেই বিদেশি ডলারও নেই : জিএম কাদের

সরকারের হাতে টাকাও নেই বিদেশি ডলারও নেই : জিএম কাদের
সরকার স্বীকার করুক আর না করুক, আমরা মনে করি সরকারের হাতে টাকাও নেই বিদেশি ডলারও নেই। বর্তমান পরিস্থিতিতে মানুষ ভালো নেই। সরকার যা করছে তাতে আমরা সন্তুষ্ট নই। বললেন জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। আজ বুধবার (১ মার্চ) সন্ধ্যায় রংপুর মহানগরীর সেনপাড়ায় প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের স্কাই ভিউ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, সরকার যা করছে তাতে আমরা সন্তুষ্ট নই। আমরা দেখছি ট্রাকের পেছনে হাজার হাজার মানুষ কমমূল্যের পণ্য কিনতে ছুটছে। মধ্যবিত্ত ঘরের অনেক ভদ্র মানুষ সেখানে যেতে পারছেন না। দেশের মানুষ কষ্টে আছে, সেই কষ্ট লাঘবে রেশনিং কার্ডের মাধ্যমে পণ্য দেয়া দরকার। জিএম কাদের বলেন, সরকার স্বীকার করুক আর না করুক, আমরা মনে করি সরকারের হাতে টাকাও নেই বিদেশি ডলারও নেই। অর্থাৎ সরকার এখন অর্থকষ্টে ভুগছে। এ কারণে দিনে দিনে সবকিছুর দাম বাড়িয়ে ঘাটতি পূরণের চেষ্টা চলছে। এতে করে সাধারণ মানুষের ওপর চাপ বাড়ছে। মানুষকে বাঁচাতে সরকারকে মেগা প্রকল্প বন্ধের আহ্বান জানিয়ে সাবেক এই মন্ত্রী বলেন, আমরা হাজার হাজার কোটি টাকার মেগা প্রকল্প করতে পারি আর দেশের মানুষকে বাঁচাতে কোনো উদ্যোগ নিতে পারব না, এটা হতে পারে না। মানুষ না বাঁচলে দেশের উন্নয়ন করে কী হবে। মেগা প্রকল্প বন্ধ করে মানুষকে বাঁচানোর চেষ্টা করতে হবে। সরকার যদি এখনই ব্যবস্থা না নেয় সামনের দিকে আরও খারাপ দিন আসতে পারে বলে আমরা আশঙ্কা করছি। জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রস্তুতির কথা জানিয়ে জিএম কাদের বলেন, আমরা ৩০০ আসনে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। ইভিএমে ভোট জনগণ ভালোভাবে নেয়নি। আমরা সেটা সবসময় বলে আসছি। ইভিএমের নির্বাচন সুষ্ঠুভাবে সম্ভব নয়। যদিও রংপুর সিটির নির্বাচনে আমাদের প্রার্থী জিতেছি। অনেক স্থানে আমরা জয়ী হয়েছি, কিন্তু সেটি বিষয় না। আমরা চাই একটি অংশগ্রহণমূলক নির্বাচন হোক। ব্যালটের মাধ্যমে হলে নির্বাচন স্বচ্ছ হবে। জাপা চেয়ারম্যান আরও বলেন, দেশের ৮০ শতাংশ ভোটার নিশ্চিত করতে পারছে না, তারা কোথায় ভোট দেবেন। আমরা সেই ভোটারদের লক্ষ্য করেই কাজ করছি, তাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছি। আমরা মানুষের রাজনীতি বোঝার চেষ্টা করছি। অতীতেও আমরা মানুষের জন্য রাজনীতি করেছি, বর্তমানেও করছি। এ সময় রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টির সভাপতি রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, মহানগরের সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর, জেলার সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, মহানগরের সহসভাপতি লোকমান হোসেনসহ জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন সরকারের | হাতে | টাকাও | নেই | বিদেশি | ডলারও | নেই | | জিএম | কাদের