Connect with us

খেলাধুলা

বায়ার্নের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় পিএসজির

Published

on

চ্যাম্পিয়নস লিগ

অ্যালিয়েঞ্জ অ্যারেনায় জার্মানির চ্যাম্পিয়নদের বিপক্ষে দ্বিতীয় লেগে নেইমার জুনিয়রকে ছাড়াই নেমেছিল পিএসজি। কিন্তু থমাস মুলারদের বিপক্ষে দাঁড়াতেই পারেননি লিওনেল মেসিরা। ২-০ গোলের পরাজয়ে চ্যাম্পিয়নস লিগের এবারের আসর থেকে বিদায় নিলেন ফরাসি চ্যাম্পিয়নরা।

চোটের কারণে পিএসজির পুরো মৌসুম থেকে ছিটকে গেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। তার অনুপস্থিতিতে বাড়তি দায়িত্ব ছিল কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসিদের কাঁধে। প্রথমার্ধে স্বাগতিক শিবিরে আতঙ্ক তৈরি করলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি পিএসজি।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যেতে পারতেন ফরাসি চ্যাম্পিয়নরা। কিন্তু এমবাপ্পের শটের সামনে প্রতিরধের দেয়াল হয়ে দাঁড়ায় বায়ার্ন গোলরক্ষক ইয়ান সমের। শেষ কেউ-ই গোলের দেখা না পেলে গোলশূন্য ‘ড্র’ নিয়ে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পেয়ে যায় স্বাগতিকরা। সাবেক পিএসজি ফরোয়ার্ড চুপো-মোটিং তার বর্তমান দল বায়ার্নের হয়ে প্রথম গোলটি করেন। লেয়ন গোরেটস্কার অ্যাসিস্টে ম্যাচের প্রথম গোলটি করেন ক্যামেরুনের এ তারকা।

পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে মরিয়া হওয়া পিএসজি বারবার আক্রমণ করেও বায়ার্ন দুর্গ ভাঙতে পারেনি। উল্টো ম্যাচের শেষ দিকে ৮৯তম মিনিটে সার্গে গ্যানাব্রির গোলে ব্যবধান দ্বিগুণ করে মিউনিখ। আর তাতেই ২-০ গোলের জয় পায় জার্মান চ্যাম্পিয়নরা।

Advertisement

ফলে দুই লেগ মিলিয়ে ৩-০ গোলের হারে চ্যাম্পিয়নস লিগের এবারের আসর থেকে বিদায় নিল মেসির পিএসজি। শেষ আটে বায়ার্নের সঙ্গী হয়েছে এসি মিলান। দুই লেগ মিলিয়ে টটেনহ্যাম হটস্পারকে ১-০ গোলে হারিয়ে শেষ আটে উঠেছেন ইতালিয়ান চ্যাম্পিয়নরা।

Advertisement
মন্তব্য করতে ক্লিক রুন

মন্তব্য করতে লগিন করুন লগিন

রিপ্লাই দিন

Cancel reply

ফুটবল

বক্সিং ম্যাচ দেখতে গিয়ে দেখা নেইমার ও রোনালদোর

Published

on

সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত একটি বক্সিং ম্যাচ দেখতে এসেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও নেইমার জুনিয়র। আর সেখানে দেখা হয় ফুটবল বিশ্বের এই দুই জনপ্রিয় তারকার।

দুজনের মধ্যে সাক্ষাতের সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

পর্তুগিজ তারকা তার বড় ছেলে রোনালদো জুনিয়রকে নিয়ে এসেছিলেন বক্সিং ম্যাচটি দেখতে। আর নেইমার এসেছিলেন তার বান্ধবী ব্রুনা বিয়ানকার্দিকে নিয়ে।

সাক্ষাতের পর দুজনই পর্তুগিজ ভাষায় কথা বলছিলেন। স্পষ্ট বুঝা না গেলেও, মনে হচ্ছিলো রোনালদো নেইমারের ইনজুরি সম্পর্কে খোঁজ নিচ্ছিলেন।

ইনজুরির কারণে গেলো বছরের অক্টোবর থেকেই মাঠের বাইরে আছেন নেইমার। আগামী মৌসুমের শুরুতেই মাঠে ফেরার কথা এই ব্রাজিলিয়ান তারকার।

Advertisement

নেইমার ও রোনালদো এক সময় লা লিগায় দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদে খেলেছেন। সেখানে অসংখ্যবার মাঠে মুখোমুখিও হয়েছেন তারা।

এখন দুজনে খেলছেন সৌদি লীগের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব আল হিলাল ও আল নাসরে। তবে ইনজুরিতে থাকায় রোনালদোর আল নাসরের বিপক্ষে এখনো মাঠে নামা হয়নি আল হিলালের হয়ে খেলা নেইমার জুনিয়রের।

 

 

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

ফুটবল

মেসি ফেরার দিনে মায়ামির জয়

Published

on

ফ্লোরিডা ডার্বিতে অরল্যান্ডো সিটির বিপক্ষে ছিলেন না লিওনেল মেসি। সেই ম্যাচ জিততেও পারেনি ইন্টার মায়ামি।  ডিসি ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ দিয়ে আবার মাঠে ফিরলেন আর্জেন্টাইন অধিনায়ক। আর ইন্টার মায়ামি জয় পেলো ১–০ গোলে।

রোববার বাংলাদেশ সময় সকালে ম্যাচের বেশির ভাগ সময় ইন্টার মায়ামি দাপট দেখালেও নির্ধারিত সময় পর্যন্ত পায়নি গোলের দেখা। একপর্যায়ে মনে হচ্ছিল ম্যাচটা হয়তো গোলশূন্য ড্রয়েই শেষ হবে।

তবে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে সের্হিও বুসকেতসের দারুণভাবে বাড়ানো বলকে নিয়ন্ত্রণ নিয়ে দুর্দান্ত ভলিতে গোল করেন কাম্পানা।

এই জয়ে ১৫ ম্যাচ শেষে ইস্টার্ন কনফারেন্সের শীর্ষেই থাকল মায়ামি। ১৫ ম্যাচে ৯ জয় ৪ ড্র ও ২ হারে মায়ামির পয়েন্ট এখন ৩১।

 

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

খেলাধুলা

টিভিতে আজকের খেলা

Published

on

খেলা দেখতে কার না ভালো লাগে। দেখে নিই কোন কোন স্যাটেলাইট চ্যানেল আজ কোন কোন খেলা দেখাবে-

ক্রিকেট

আইপিএল

হায়দরাবাদ-পাঞ্জাব

বিকেল ৪টা, টি স্পোর্টস ও গাজী টিভি

Advertisement

রাজস্থান-কলকাতা

রাত ৮টা, টি স্পোর্টস ও গাজী টিভি

ইংলিশ প্রিমিয়ার লিগ

ম্যান সিটি-ওয়েস্ট হাম

রাত ৯টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২, র্যাবিটহোল

Advertisement

আর্সেনাল-এভারটন

রাত ৯টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১, র্যাবিটহোল

লা লিগা

বার্সেলোনা-ভায়েকানো

রাত ১১টা, র্যাবিটহোল

Advertisement

ভিয়ারিয়াল-রিয়াল মাদ্রিদ

রাত ১১টা, র্যাবিটহোল

ফ্রেঞ্চ লিগ ওয়ান

মেস-পিএসজি

রাত ১টা, র্যাবিটহোল

Advertisement

কেএস/

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত

Exit mobile version