আর্কাইভ থেকে জাতীয়

গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই উন্নয়ন সম্ভব হচ্ছে : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই উন্নয়ন সম্ভব হচ্ছে : প্রধানমন্ত্রী
গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই উন্নয়ন সম্ভব হচ্ছে। রাজনৈতিক স্থিতিশীলতা থাকলে উন্নয়ন হয় তা প্রমাণ করেছে আওয়ামী লীগ। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার (১৩ মার্চ) বিকেলে গণভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, স্বল্পোন্নত দেশগুলো কখনো করুণা বা দাক্ষিণ্য চায় না। বরং আন্তর্জাতিক প্রতিশ্রুতি অনুযায়ী তাদের ন্যায্য পাওনা চায়। শেখ হাসিনা বলেন, সফরে করোনা অতিমারি ও চলমান ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট বিশ্বব্যাপী খাদ্য, জ্বালানি ও আর্থিক সংকটের পরিপ্রেক্ষিতে স্বল্পোন্নত দেশগেুলোর জন্য বিভিন্ন আন্তর্জাতিক অঙ্গীকার অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করার দাবি জানিয়েছি। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগই প্রথম আইন করে নির্বাচন কমিশনকে (ইসি) স্বাধীন করে দিয়েছে। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে কমিশনকে স্বাধীন করে দিয়েছি। আর্থিক সচ্ছলতা এনে দিয়েছি। তিনি বলেন, একটানা ২০০৯ থেকে ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশে সরকার পরিচালনা করেছি। এর মধ্যে দেশে স্থিতিশীলতা রাখতে পেরেছি। এর মধ্যেও কিছু অগ্নিসন্ত্রাসের ঘটনা ঘটেছে। যেহেতু এত দীর্ঘ সময় ছিলাম, বাংলাদেশে ইতিহাসে প্রথম গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে পেরেছি। এর আগে গেলো ৮ মার্চ স্বল্পোন্নত দেশসমূহ (এলডিসি) বিষয়ক জাতিসংঘের ৫ম সম্মেলনে (এলডিসি৫: সম্ভাবনা থেকে সমৃদ্ধি) যোগ দিয়ে কাতারের রাজধানী দোহা থেকে দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সম্পর্কিত আরও পড়ুন গণতান্ত্রিক | ধারা | অব্যাহত | আছে | বলেই | উন্নয়ন | সম্ভব | হচ্ছে | | প্রধানমন্ত্রী