শ্বশুরের মাথা ফাটিয়ে দেয়ায় ইউপি সদস্য কারাগারে

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভিজিডি কার্ডের জন্য দাবীকৃত টাকা না দেয়ায় পিটিয়ে কার্ডধারীর শ্বশুরের মাথা ফাটানোর ঘটনায় এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গেলো বৃহস্পতিবার (১৭ মার্চ) রাতে আহত ব্যক্তির স্ত্রীর দায়ের করা মামলার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ওই ইউপি সদস্যের নাম মাহফুজার রহমান বাদল (৪৩)। তিনি উপজেলার কাশিপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য।

জানা গেছে, উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর হাজিটারী গ্রামের গোলজার হোসেনের পুত্রবধূ ববিতা বেগম সম্প্রতি ভিজিডির তালিকাভুক্ত হন। ইউপি সদস্য বাদল কৌশলে ববিতা বেগমের কার্ডটি তুলে নিয়ে নিজের কাছে রেখে দেন। বৃহস্পতিবার বিকালে গোলজার বেড়াকুটি বাজারে গিয়ে ইউপি সদস্য বাদলের কাছে কার্ডটি চাইলে বাদল পাঁচ হাজার টাকা দাবী করেন। টাকা না দিলে কার্ডটি অন্যকে দিবেন বলেও জানান ওই সদস্য। গোলজার টাকা দিতে অস্বীকৃতি জানালে উভয়ের মধ্যে তর্ক শুরু হয়। এক পর্যায়ে ইউপি সদস্য বাদল উত্তেজিত হয়ে দোকানের ঝাপের কাঠ দিয়ে গোলজারের মাথায় সজোরে আঘাত করে।  আঘাতে গোলজার মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে যায়। কিন্তু জখম গুরুতর হওয়ায় চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে সন্ধায় উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠান।

এ ঘটনায় আহত গোলজার হোসেনের স্ত্রী নছিরন বেগম বাদী হয়ে রাতেই ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করলে রাতেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত  ইউপি সদস্য বাদলকে গ্রেফতার করেছে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃত ইউপি সদস্যকে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

Recommended For You

About the Author: মেঘ হাসান

As a journalist, I am entitled to find out the truth behind every incident.

Leave a Reply Cancel reply

Exit mobile version