অগ্নিদুর্ঘটনা থেকে বাঁচতে অগ্নিনিরাপত্তা নিশ্চিত জরুরি

সম্প্রতি দেশে অগ্নিদুর্ঘটনার ব্যপকতা দিন দিন বাড়ছে। আগুনে দগ্ধ হয়ে প্রাণ হারাচ্ছেন অনেক মানুষ এবং নষ্ট হচ্ছে শত শত কোটি টাকার সম্পদ। তারপরও অগ্নিকাণ্ডের ভয়াবহতা সম্পর্কে আমরা বেশির ভাগ মানুষই অসচেতন। অগ্নিকাণ্ড কখন ঘটবে, এ বিষয়ে আগে অনুমান করার উপায় নেই। তবে সর্বস্তরের মানুষ যদি সচেতন হয়, তাহলে দুর্ঘটনা অনেকাংশ কমিয়ে আনা সম্ভব। সবার আগে আমাদের অগ্নিকাণ্ড প্রতিরোধের ব্যবস্থাগুলো জেনে নেওয়া জরুরি।

আগুন থেকে বাঁচতে হলে করণীয় কাজ গুলো হলো-

এসি– প্রতি গ্রীষ্মে এসি ছাড়ার আগে এসির যথাযথ সার্ভিসিং করুন।

রান্নাঘর–  চুলা জ্বালানোর আগে জানালা খুলে দিন এবং কোনো গ্যাস লিকেজ আছে কি না, তা বিশেষভাবে খেয়াল রাখুন।

বৈদ্যুতিক লাইন– ‍বিদ্যুতের লাইন, গ্যাসের লাইন, সুয়ারেজ লাইন নিয়মিত নিরীক্ষা করুণ।

ধূমপান– ধূমপানের সময় সতর্কতা অবলম্বন করুন।

দাহ্য বস্তু– দাহ্য বস্তুকে তাপের উৎস  থেকে দূরে রাখুন।

বৈদ্যুতিক প্লাগ-  অব্যবহৃত বৈদ্যুতিক সরঞ্জাম মূল লাইন থেকে বিছিন্ন রাখুন।

অগ্নিনির্বাপক– ভবনে প্রয়োজনীয় অগ্নিনির্বাপণের ব্যবস্থা রাখুন।

 গ্যাসের চুলা– গ্যাসের চুলা ঠিকমত বন্ধ হয়েছে কি না সেদিকে খেয়াল রাখুন।  এছাড়া ভেজা জামাকাপড় চুলার ওপর বা আশেপাশে শুকাবেন না।

গ্যাস সিলিন্ডার– নিয়মিত বিরতিতে সিলিন্ডার পরীক্ষা করুন।

Recommended For You

About the Author: Abdullah Mamun

Leave a Reply Cancel reply

Exit mobile version