Connect with us

রংপুর

গাইবান্ধা পৌরসভার জলবায়ু সহনীয় অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন সভা

Published

on

গাইবান্ধা পৌরসভার শহর পর্যায়ে জলবায়ু সহনীয় অবকাঠামো প্রকল্পটির আওতায় চুড়ান্ত সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৮ মার্চ) গাইবান্ধা সার্কিট হাউস মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

গাইবান্ধা পৌরসভার উন্নয়নকল্পে সহযোগিতার জন্য দাতা সংস্থাকে ধন্যবাদ জানিয়ে জেলা প্রশাসক অলিউর রহমান তাঁর বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের শিখড়ে পৌছে যাচ্ছে।  প্রতিনিয়ত মানুষ তার সুফল পাচ্ছে। গাইবান্ধা পৌরসভার উন্নয়ন কর্মকান্ডগুলো যাতে নির্বিঘ্নে ও সফলভাবে সম্পন্ন হওয়ায় সেদিকে দৃষ্টি রাখার জন্য জেলার সকল সরকারি দপ্তর প্রধানদের সহযোগিতার আহবান জানান তিনি।

মেয়র মতলুবর রহমান বলেন, এই উন্নয়ন প্রকল্পটি সম্পন্ন হলে গাইবান্ধা শহর যেমন দৃষ্টিনন্দন হয়ে উঠবে পাশাপাশি নাগরিক সেবারও মানোন্নয়নও বৃদ্ধি পাবে। প্রকল্পটি বাস্তবায়নের জন্য তিনি গাইবান্ধাবাসির সার্বিক সহযোগিতা কামনা করেন। পৌরসভার সকল কার্যক্রমে সহযোগিতা করায় জাতীয় সংসদের হুইপ গাইবান্ধা সদর আসনের এমপি মাহাবুব আরা বেগম গিনির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সভায় পৌরসভার সকল কাউন্সিলর, কর্মকর্তা ছাড়াও সড়ক, রেল বিভাগসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এসময় অনুষ্ঠিত আলোচনায় আরও অংশ নেন গাইবান্ধা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাহমুদল হক শাহজাদা, জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ফরহাদ আব্দুল্যাহ হারুন বাবলু, সাবেক দপ্তর সম্পাদক সাইফুল আলম সাকা, গাইবান্ধা সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, বেসরকারি সংগঠন এসকেএস’র প্রতিনিধি আশরাফুল আলম প্রমুখ।

Advertisement

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাইবান্ধা পৌর মেয়র মো. মতলুবর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান।অন্যান্যদের মধ্য বক্তব্য দেন  সহনীয় অবকাঠামো প্রকল্পের কনসালটেন্ট জন কেমার, প্রজেক্ট ডিরেক্টর নাজমুল হাসান চৌধুরী, সেক্টর স্পেশালিস্ট মানিক কুমার সাহা, পৌর নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হানিফ সরদার, নির্বাহী প্রকৌশলী রেজাউল হক, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. রবিউল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, ১২০ কোটি টাকা ব্যয়ে পৌর এলাকায় জলাবদ্ধতা দূরীকরণে ২০ কি.মি. নতুন পাকা ড্রেন নির্মাণ, ড্রেন সংলগ্ন পাকা রাস্তাসহ অন্যান্য রাস্তা নির্মাণ ও সংস্কার, শহরের সৌন্দর্যবর্ধনে বিভিন্ন অবকাঠামো নির্মাণ, সড়ক বাতি (সৌন্দর্যবর্ধন ও নিরাপত্তায়) মানববর্জ্য ও ময়লা আবর্জনা অপসারণে যানবাহন সরবরাহ ও সংশ্লিষ্টদের প্রশিক্ষণের ব্যবস্থা পৌরসভার সুশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে ডিজিটাল পদ্ধতি প্রর্বতন ও কার্যকরণে পদক্ষেপ গ্রহণ করা হবে।

Advertisement
মন্তব্য করতে ক্লিক রুন

মন্তব্য করতে লগিন করুন লগিন

রিপ্লাই দিন

Cancel reply

রংপুর

দেবীগঞ্জে স্কেভেটরের নিচে চাপা পড়ে প্রাণ গেল চালকের

Published

on

পঞ্চগড়ের দেবীগঞ্জে স্কেভেটরের (মাটি খনন কাজে ব্যবহৃত যন্ত্র) নিচে চাপা পড়ে রিফাত ইসলাম (২৩) নামে এক চালকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ মে) রাত সাড়ে তিনটায় উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের মন্ডল পাড়া এলাকায় কাঁচা রাস্তার পাশে এই দুর্ঘটনা  ঘটে। নিহত রিফাত ইসলাম দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের শিকারপুর এলাকার বারেক আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে দেবীগঞ্জ থেকে স্কেভেটর পরিবহনের কাজে ব্যবহৃত রোবট গাড়িতে করে স্কেভেটরটি টেপ্রীগঞ্জ ইউনিয়নের নগরপাড়া এলাকার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। রাত আনুমানিক সাড়ে তিনটার সময় মন্ডল পাড়া এলাকায় পৌঁছালে রোবট গাড়িটি কাঁচা রাস্তার উঁচু নিচু স্থানে আটকে যায়।

এ সময় রোবট গাড়ির উপরে থাকা স্কেভেটরটি চালু করে রোবট গাড়িকে ধাক্কা দেয়ার সময় স্কেভেটরটি রাস্তার পাশে উল্টে পড়ে যায়। এতে করে স্কেভেটরের নিচে চাপা পড়ে চালকের ঘটনাস্থলে মৃত্যু হয়। স্কেভেটরটি পরিবহন করা রোবট গাড়ির চালক পরিবারের লোকজনকে মুঠোফোনে দুর্ঘটনার কথাটির খবর জানিয়ে সেখান থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন ভোরে ঘটনাস্থলে উপস্থিত হলে এলাকাবাসী ফায়ার সার্ভিস এবং থানায় খবর দেন।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকাবাসীর সহযোগিতায় স্কেভেটরের নিচে চাপা পড়া মরদেহটি বের করেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে দেবীগঞ্জ থানায় নিয়ে যায়।

Advertisement

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার উপ-পরিদর্শক মোঃ ফারুক রানা বলেন, ভোর ছয়টার সময় আমরা দুর্ঘটনার খবর পাই। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। স্কেভেটর পরিবহন করা রোবট গাড়িটি ঘটনাস্থলে ছিলো না। দুর্ঘটনার বিষয়ে অনুসন্ধান চলছে, অনুসন্ধান শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

পুরো পরতিবেদনটি পড়ুন

রংপুর

গাইবান্ধায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

Published

on

গাইবান্ধার সাঘাটা উপজেলায় মাঠে ধান কাটার সময় বজ্রপাতে  শিপন মিয়া (২৩) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার মুক্তিনগর বেলতলী গ্রামে এঘটনা ঘটে। মৃত্যু শিপন মিয়া ওই গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।

মুক্তিনগর ইউনিয়নের বেলতলী গ্রামের ইউপি সদস্য আব্দুল হালিম বলেন,  আজ বুধবার বেলতলী  মাঠে বোরো ধান কাটতে যান শিপন।  দুপুরে  হঠাৎ আকাশ মেঘলা হয়। শিপনসহ আরও একজন মাঠেই ধান কাটছিলেন।  এক পর্যায়ে ঝড় বৃষ্টি হয় শুরু হয়। ঝড় বৃষ্টির সময়  কাটা ধানের আটি গোছানোর সময়  বজ্রপাতে শিপন মারা যান। পরে মরদেহ স্থানীয় লোকজন নিহতের বাড়িতে নিয়ে আসেন।

এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কেএস/

Advertisement

 

পুরো পরতিবেদনটি পড়ুন

রংপুর

কুড়িগ্রামে পুকুরের পানিতে খেলতে গিয়ে দুই শিশুর মৃত্যু

Published

on

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় পুকুরের পানিতে গাছের গুড়ি দিয়ে খেলতে গিয়ে পানিতে ডুবে লিপন (৬) ও মেহেদী হাসান (৮) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত লিপন ওই এলাকার রাশেদের ছেলে ও মেহেদী হাসান মাঈদুলের ছেলে।

বুধবার (১৫ মে) দুপুর ২টার দিকে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের সরকার পাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ বাবলু মিয়া।

স্থানীয়রা জানান, পুকুরের পানিতে গাছের গুড়িতে উঠে শিশু দু’জন খেলছিল। খেলতে খেলতে একসময় গাছের গুড়ির নিচে পরে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। পরে স্থানীয়রা টের পেয়ে ওই পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, এ বিষয়ে থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে।

কেএস/

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত

Exit mobile version