Connect with us

আন্তর্জাতিক

টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড আরকানসাসে নিহত ৩, জরুরি অবস্থা জারি

Published

on

যুক্তরাষ্ট্রে টর্নেডো

যুক্তরাষ্ট্রের আরকানসাসে টর্নেডোর আঘাতে ব্যাপক ক্ষয়-ক্ষতি রয়েছে। এ সময় তিনজন মারা গেছেন ও কয়েক ডজন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানান, গতকাল শুক্রবার (৩১ মার্চ) রাতে ঝড়টি আঘাত হানে।

শনিবার (১ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদ সংস্থা সিএনএন’র এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, টর্নেডোয় বেশি আক্রান্ত হয়েছে আরকানসাস রাজ্যের রাজধানী লিটল রক। এতে অনেক ভবন ধ্বংস হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়ি।

জাতীয় আবহাওয়া সংস্থা জানায়, আরকানসাসের দক্ষিণ ও মধ্য-পশ্চিম জুড়ে দুই কোটি ৮০ লাখেরও বেশি বাসিন্দা টর্নেডোর আশঙ্কার মাঝে রয়েছে।

চরম আবহাওয়ার কারণে গতকাল শুক্রবার (৩১ মার্চ) রাজ্য জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেন স্থানীয় গভর্নর সারাহ হাকাবি স্যান্ডার্স। তিনি বলেন, ঝড়ের কারণে মধ্য আরকানসাসে ‘উল্লেখযোগ্য ক্ষতি’ হয়েছে।

Advertisement

‘ঝড় অব্যাহত রয়েছে’ উল্লেখ করে তিনি টুইট বার্তায় বলেন, বাসিন্দাদের অবশ্যই আবহাওয়া সম্পর্কে সচেতন থাকতে হবে।

আরকানসাসের পুলাস্কি কাউন্টিতে অন্তত একজনের মৃত্যু হয়েছে। উত্তর লিটল রক শহরেও মৃত্যুর খবর পাওয়া গেছে।

এর মধ্যে কাউন্টি জুড়ে অর্ধশত আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেই সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

লিটল রকের মেয়র ফ্র্যাঙ্ক স্কট জুনিয়র বলেছেন, ২৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে প্রাণহানির তথ্য দিতে পারেননি তিনি।

টুইট বার্তায় মেয়র জানান, তার শহরে সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে।

Advertisement

এর আগে গেলো সপ্তাহে টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড হয়ে যায় মিসিসিপি অঞ্চল। ওই সময় নিহত হয় ২৫ জন।

অন্যান্য

ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেয়ার প্রস্তাব সাধারণ পরিষদে পাস

Published

on

ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেয়ার প্রস্তাব পাস হয়েছে সাধারণ পরিষদে। প্রস্তাবে ফিলিস্তিনকে সদস্যপদ দেয়ার বিষয়টি ইতিবাচকভাবে পুনর্বিবেচনার জন্য নিরাপত্তা পরিষদের প্রতি সুপারিশ করা হয়েছে।

আজ  শুক্রবার (১০ মে)  সাধারণ পরিষদে এই প্রস্তাবের ওপর ভোটাভুটি হয়। জাতিসংঘের সাধারণ পরিষদে ১৯৩টি সদস্যদেশ রয়েছে। এর মধ্যে ১৪৩টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। আর বিপক্ষে ভোট দেয় যুক্তরাষ্ট্র, ইসরায়েলসহ ৯টি দেশ। ভোটদানে বিরত ছিল ২৫টি দেশ।

২০১২ সাল থেকে জাতিসংঘে পর্যবেক্ষক (সদস্য নয়) হিসেবে মর্যাদা পাচ্ছে ফিলিস্তিন। জাতিসংঘের পূর্ণ সদস্যপদের জন্য আবেদন প্রথমে সংস্থাটির ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে পাস হতে হয়। এর পর সেটি সাধারণ পরিষদে পাস হবে। এই প্রস্তাব আবার নিরাপত্তা পরিষদে তোলা হলে যুক্তরাষ্ট্রের ভেটো ক্ষমতা প্রয়োগে সেটি আবার আটকে যেতে পারে।

এবার বিপুল ভোটে প্রস্তাব পাস হওয়ায় ফিলিস্তিনের জাতিসংঘের পূর্ণ সদস্যপদ পাওয়ার দাবি আরও জোড়ালো হলো। বিষয়টি পুনর্বিবেচনার জন্য এখন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাঠানো হবে বলে জানানো হয়েছে।এর আগে গেলো মাসে ১৫ সদস্যের জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের সদস্যপদ দেয়ার প্রস্তাবে ভেটো দিয়েছিল যুক্তরাষ্ট্র। এরপরই সেই আবেদন নবায়ন করে পুনরায় জমা দেয় ফিলিস্তিনি কর্তৃপক্ষ। সেই প্রস্তাবের প্রেক্ষিতেই আজ ভোট অনুষ্ঠিত হয়েছে।

সাধারণ পরিষদে প্রস্তাব হওয়ায় ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে কিছু অতিরিক্ত অধিকার ও সুযোগ-সুবিধা ভোগ করতে পারবে ফিলিস্তিন। যেমন, সাধারণ পরিষদের অ্যাসেম্বলি হলে জাতিসংঘের অন্য সদস্যদের মতো একটি আসন পাবে তারা। তবে ভোট প্রয়োগের কোনো ক্ষমতা তাদের হাতে থাকবে না।ফিলিস্তিন বর্তমানে একটি নন-সদস্য পর্যবেক্ষক রাষ্ট্র।

Advertisement

জেএইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

আন্তর্জাতিক

যৌনতা আর ভালবাসাবিহীন ‘ফ্রেন্ডশিপ ম্যারেজ’!

Published

on

জাপানি তরুণ-তরুণীরা নতুন এক সম্পর্কের দিকে ঝুঁকছে। এর নাম ফ্রেন্ডশিপ ম্যারেজ। এই সম্পর্কে নেই কোনো যৌনতা আর ভালবাসা। খবর- সাউদ চায়না মর্নি পোস্ট 

দেশটির ১২ কোটি ৪ লাখ জনসংখ্যার মধ্যে এক শতাংশ তরুণ-তরুণী এই সম্পর্কে আগ্রহী। এ তথ্য উঠে এসেছে কালারস নামে একটি প্রতিষ্ঠানের গবেষণায়। সমকামী, বিষমকামী ও বিবাহে আগ্রহ নেই এমন লোক এর মধ্যে রয়েছে।

কালারস নামে সংস্থাটি ২০১৫ সালে গড়ে উঠে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের প্রায় ৫০০ সদস্য রয়েছে, যারা ফ্রেন্ডশিপ ম্যারেজ সম্পর্কে রয়েছে। এদের অনেকেই সন্তান লালন পালন করছে।

ফ্রেন্ডশিপ ম্যারেজ কোনো চিরাচরিত ভালবাসা বা কাছের কোনো বন্ধুকে বিয়ে করা নয়। এই ধরনের সম্পর্কে আইনগতভাবে একে-অপরের স্বামী স্ত্রী হবে। কিন্তু তাদের মধ্যে কোনো রোমান্টিক ভালোবাসা এবং যৌন সম্পর্ক থাকবে না।

এই সম্পর্কে থাকা কেউ যদি সন্তান নিতে চায়, তাদের কৃত্রিম পদ্ধতি ব্যবহার করে নিতে পারবে।

Advertisement

তবে ফ্রেন্ডশিপ ম্যারেজ থাকা দুজন ব্যাক্তি অন্য কারো সাথে ভালবাসায় জড়িত হতে পারবে। তবে এজন্য থাকতে হবে পারস্পারিক চুক্তি।

এনএস/

পুরো পরতিবেদনটি পড়ুন

আন্তর্জাতিক

মালদ্বীপ থেকে সব সেনা প্রত্যাহার করলো ভারত

Published

on

ভারতীয় সেনা। ফাইল ছবি

মালদ্বীপে থাকা সব সেনা প্রত্যাহার করেছে ভারত। ১০ মের মধ্যে মালদ্বীপ থেকে ভারতকে সব সেনা সরিয়ে নেয়ার কথা বলেছিলেন দেশটির প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু।

মহম্মদ মুইজ্জু চীনপন্থী হিসেবে বেশ পরিচিত।

মালদ্বীপের প্রেসিডেন্ট কার্যালয়ের মুখপাত্র হিনা ওয়ালিদের বরাত দিয়ে ভারতীয় পত্রিকা দ্য টাইমস অফ ইন্ডিয়া জানায় , মালদ্বীপে ভারতের প্রায় ৮৯ জন সেনা অবস্থান করছিলো। সেখানে থাকা সেনাদের শেষ দল মালদ্বীপ ছেড়েছে। তবে কত জন সেনা শেষ দলে ছিলো তা জানায়নি।

দুটি হেলিকপ্টার ও একটি দ্রোনিয়ার এয়ারক্রাপ্ট পরিচালনার দায়িত্ব ছিলো এসব সেনা। এসব হেলিকপ্টার ও এয়ারক্রাপ্ট ভারত মালদ্বীপকে উপহার দিয়েছিলো।

চীনপন্থী হিসেবে পরিচিত মহম্মদ মুইজ্জু দেশটির প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হওয়ার পরেই এসব সেনা প্রত্যাহারের জন্য ভারতকে চাপ দিতে থাকে। উল্লেখ্য, মুইজ্জুর নির্বাচনী ইশতেহারে ভারতের সেনা প্রত্যাহারের বিষয়টি ছিলো।

Advertisement

 

এনএস/

 

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত

Exit mobile version