Connect with us

ঢালিউড

ভুলে কেক খেয়ে ফেললেন অনন্ত জলিল, ভিডিও ভাইরাল

Published

on

আসন্ন ঈদুল ফিতরে চমক নিয়ে আসছেন অনন্ত জলিল ও বর্ষা। মুক্তি পাচ্ছে তাদের নতুন সিনেমা ‌’কিল হিম’। দেশীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে টেকনিক্যাল দিক থেকে শুরু করে অনেক কিছু দেখিয়েছেন। বিদেশের সিনেমার মতো অ্যাকশন তার সিনেমার মাধ্যমেই দর্শক প্রথমবার দেখার সুযোগ পেয়েছেন। তিনি অনন্ত জলিল। (১৭ এপ্রিল) এই নায়কের জন্মদিন। এখানেই ঘটে বিপত্তিকর ঘটনা। কেক কেটে ছেলেদের খাইয়ে দেন অনন্ত জলিল। এরপর পরিচালক মোঃ ইকবালকে কেক খাওয়াতে গেলে তিনি অনন্ত জলিলের মুখে কেক তুলে দেন।

জন্মদিন উপলক্ষে সোমবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন অনন্ত জলিলে। সেখানে নিজের আসন্ন সিনেমা ও নানা বিষয়ে খোলামেলা কথা বলেন। আনুষ্ঠানিকতা শেষে দুই ছেলেকে পাশে নিয়ে কেক কেটে জন্মদিন উদযাপন করেন অনন্ত জলিল।

অনন্ত জলিল কেক মুখে নিয়েই সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আসুন আপনাদেরকে কেক খাইয়ে দেই। তখন সাংবাদিকদের পক্ষ থেকে জবাব আসে, আমরা রোজা। সে সময় অনন্ত জলিলের মনে পড়ে তিনিও রোজা রেখেছেন। মূলত ভুলবশত কেক খেয়ে ফেলেন নায়ক। ইতোমধ্যে সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

প্রসঙ্গত, বরাবরের মতো প্রতি বছর এই দিনটিতে পরিবার, সহকর্মী ও ভক্তদের ভালোবাসায় সিক্ত হন তিনি। এবারও তার ব্যতিক্রম হয়নি। দূর দূরান্তের বিভিন্ন জেলা থেকে ছুটে এসেছেন নায়কের ভক্তরা।

Advertisement

ঢালিউড

অবশেষে তমা-মিষ্টি দ্বন্দের সমাধান করলো শিল্পী সমিতি

Published

on

মানহানিকর মন্তব্যের অভিযোগ এনে গেল বৃহস্পতিবার ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে চিত্রনায়িকা মিষ্টি জান্নাতকে আইনি নোটিশ দেন আরেক চিত্রনায়িকা তমা মির্জা। যার জের ধরে মিষ্টি জান্নাতও একই পথে হাঁটেন।

মানহানির অভিযোগ এনে তমা মির্জার বিরুদ্ধে ২০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে পাল্টা আইনি নোটিশ পাঠান আলোচিত এই অভিনেত্রী। সোমবার (২৭ মে) তমার বিরুদ্ধে ঐ নোটিশ ইস্যু করা হয়।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা সমালোচনা ঝড় শুরু হয়। বিষয়টি নজরে আসে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির। সভাপতি মিশা সওদাগর সভাপতিত্বে মঙ্গলবার (২৮ মে) শিল্পী সমিতির কার্যালয়ে তমা-মিষ্টিকে মুখোমুখি বসিয়ে সৃষ্ট দ্বন্দ্বের মিটমাট করা হয়।

এ সময় সহ-সভাপতি ডি এ তায়েব লিখিত সমঝোতা সম্পর্কে বলেন, ‘আমাদের মধ্যে ব্যক্তিগত পর্যায়ে কিছু বিষয় ভিন্ন অভিমতের কারণে মনোমালিন্যের সৃষ্টি হয়। উক্ত মনোমালিন্যের নিরসনকল্পে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির স্বরণাপন্ন হলে সমিতির সভাপতি মিশা সওদাগরের উদ্যোগে কার্যকরী পরিষদ সদস্যদের উপস্থিতিতে বিষয়টির সুষ্ঠু মীমাংসা হয়। পরবর্তীতে এই বিষয়ে যাতে পূনরাবৃত্তি না হয় সেদিকে আমরা সচেষ্ট থাকব।’

মিশা সওদাগর গণমাধ্যমকে বলেন, ‘যে বিষয়টি হয়েছে ঠিক হয়নি। দুজনে ভুল বুঝতে পেরেছে। শিল্পী সমিতির মাধ্যমে পুরো বিষয়ের অবসান হয়েছে।’

Advertisement

তমা মির্জা বলেন, ‘দিনশেষে আমরা শিল্পী। আমাদের অভিভাবক শিল্পী সমিতি। তাদের মাধ্যমে পুরো বিষয়টির সুন্দর সমাধান হয়েছে। ধন্যবাদ শিল্পী সমিতিকে।’

মিষ্টি জান্নাত বলেন, ‘সমিতি আমাদের দ্বিতীয় পরিবার। তাদের উপস্থিতিতে সুন্দর সমাধান হয়ে। তমা আপু আমার খুব কাছের। ভুল বোঝাবুঝির কারণে এমন হয়েছে। আশা করব, ভবিষ্যতে এমন কিছু হবে না যাতে শিল্পীরা ছোট হয়।’

এসআই/

পুরো পরতিবেদনটি পড়ুন

ঢালিউড

সপ্তাহ পেরিয়ে গেলেও জ্ঞান ফেরেনি অভিনেত্রীর

Published

on

৭ দিন ধরে জ্ঞান ফেরেনি ‘দারুচিনি দ্বীপ’ খ্যাত অভিনেত্রী সীমানার। বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন অভিনেত্রী। গেল সপ্তাহে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরিস্থিতি জটিল আকার ধারণ করলে ২০ মে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। পরবর্তীতে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে সার্জারি করা হয়। কিন্তু এরপর থেকে সীমানার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। বর্তমানে এই অভিনেত্রীকে অন্য একটি হাসপাতালে স্থানান্তরের কথা চিন্তা করছে পরিবার।

চিকিৎসকের বরাত দিয়ে সীমানার ছোট ভাই এজাজ বিন আলী গণমাধ্যমকে জানান, ‘সাত দিন ধরেই সীমানা এই হাসপাতালে ভর্তি। দুই দিন আগে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে সার্জারি করা হয়। তারপর থেকেই হাসপাতালের আইসিইউতে রয়েছে। কিন্তু এখনো জ্ঞান ফেরেনি।’

সীমানা ২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে কাজ শুরু করেন। ‘দারুচিনি দ্বীপ’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন তিনি। পরে নাটকেও অভিনয় শুরু করেন। কিন্তু হঠাৎ ২০১৬ সাল থেকে অভিনয়ে বিরতি। ২০১৯ সালে দ্বিতীয় বিয়ের পর আবারো কাজে ফেরেন এই অভিনেত্রী। গেল বছর ‘রোশনী’ নামের একটি সিনেমাতে অভিনয় করেছেন সীমানা।

এসআই/

পুরো পরতিবেদনটি পড়ুন

ঢালিউড

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তায় শাবনূরের আহ্বান

Published

on

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে উপকূলীয় এলাকায়। সেখানকার অসহায় মানুষের এখন জরুরি সাহায্য প্রয়োজন। যতো দ্রুত সম্ভব পৌঁছানো দরকার ত্রাণসামগ্রী। পাশাপাশি নতুন করে ক্ষতিগ্রস্ত বাড়িঘরও নির্মাণে প্রয়োজন সহায়তা। তাই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে নানা উদ্যোগ নিয়েছে সরকার। এবার ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে বললেন  চিত্রনায়িতা শাবনূর।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই মানবিক আবেদন জানিয়েছেন শাবনূর লিখেছেন, ‘আসুন ঘূর্ণিঝড় রিমালের আঘাতে বিপণ্ণ মানুষের পাশে দাঁড়াই এবং তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করি। মহান আল্লাহ সবাইকে হেফাজত করুন।’

নন্দিত এই অভিনেত্রী আরোও উল্লেখ করেছেন, ‘বঙ্গোপসাগরে সৃষ্ট প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে উপকূলীয় এলাকাসহ দেশের অন্যান্য অঞ্চল। এখন পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে দীর্ঘ সময় ধরে চলা প্রবল এই ঘূর্ণিঝড়ের আঘাতে অনেকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অসংখ্য মানুষ, হাজার হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন লক্ষ লক্ষ মানুষ।’

এসআই/

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত

Exit mobile version